মোঃ মুশফিক হাওলাদার বিশেষ প্রতিনিধিঃ ভোলা-০৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর। সরকারের নেওয়া পদক্ষেপ বাস্তবায়নে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কোন প্রকার গাফলতির প্রমান পেলে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। ৩রা মার্চ সকালে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে মাসিক সমমন্বয় সভায় উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তার সভাপতিত্বে প্রধান অতিথি এমপি শাওন আরো বলেন, এখন আর সেবা খুঁজতে হয় না বরং দ্বারে দ্বারে পৌঁছে যায়। অনুষ্ঠানে জেলা সিভিল সার্জন কে এম শফিকুজ্জামান,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাছুমা বেগম , প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব রুহুল আমিন, সম্পাদক জসিম জনি, যুগ্ম সম্পাদক মোঃ শাহিন আলম মাকসুদ, দপ্তর সম্পাদক মোঃ আবদুস সালাম সেন্টু, সহ- দপ্তর সম্পাদক মোঃ আরিফ, সদস্য উপাধক্ষ্য মোঃ মিজানুর রহমান লিপু প্রমুখ বক্তব্য রাখেন। এর পূর্বে নব যোগদানকৃত ডাক্তারগনকে ফুল দিয়ে বরন করে নেওয়া হয়। এদিকে সভায় ভুক্তভোগী রোগীর স্বজন ও সাংবাদিকদের পক্ষ থেকে টিএস ডাঃ মিজানুর রহমানের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ প্রমানসহ তুলে ধরেন বক্তারা।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.