স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান
খুলনার দাকোপের লাউডোব এসইএসডিপি মডেল
মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে ২০ এপ্রিল রোববার সকাল ১১ টারদিকে বেসরকারিউন্নয়ন সংস্হা রুপান্তর এর উদ্যোগে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে বনজীবীদের দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।এসইএসডিপি মডেল স্কুলের প্রধান শিক্ষক সুকল্যান রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় কার্যক্রম উপস্হাপন করেন রুপান্তর প্রতিনিধি বিপাশা রায়।ইয়ুথ যুব ফোরামের সদস্য অমিত রায়ের পরিচালনায়- বক্তৃতা করেন ইয়ুথ যুব ফোরামের সভাপতি গিরিশ রায়,বনকর্মকর্তা মোঃ আজাদ খান ইউপি সদস্য রবীন্দ্রনাথ মন্ডল,দিলীপ কুমার মন্ডল,ইস্রাফিল বয়াতী, সহ আরো অনেকে।কর্মশালায় বক্তরা বলেন,সুন্দরবন সংলগ্ন এলাকার নদনদীর পরিবেশ সংরক্ষণে পলিথিন ও প্লাস্টিকেরব্যবহার কমিয়ে আনা এবং বিকল্প পরিবেশ বান্ধব ব্যবস্হা গ্রহণ এবং বিষ দিয়ে মাছ না ধরার জন্যগুরুত্বারোপ করা হয়।
প্রকাশক মোঃ রবিউল ইসলাম।
সম্পাদক : মোঃ নাইবুর রহমান [এলএল.বি (অনার্স), এলএল.এম
(ইউডা)] । বার্তা সম্পাদক : মোঃ জাকিরুল
ইসলাম [এম.এ(ইংলিশ), বি আই ইউ। বি.এড (টি টি সি)] অফিস :
২২, পশ্চিম- ধানমন্ডি, শংকর,
ঢাকা -১২০৯, বাংলাদেশ।
ইমেইল নিউজ :editor@alochitokantho.com.bd/ alochitokantho@gmail.com
ভিজিট ওয়েব সাইট : www.alochitokantho.com.bd