ঠাকুরগাঁওয়ে অটো রিক্সায় এলইডি লাইট ব্যবহারে অহরহ ঘটছে দূর্ঘটনা
মোঃ মজিবর রহমান শেখ,,উপজেলায়
ঠাকুরগাঁও শহর সহ বিভিন্ন ব্যাটারীচালিত অটোরিক্সায় এলইডি লাইটের ব্যবহারে সন্ধার পর রাস্তা ঝাপসা দেখায় এতে ঘটছে ছোট-বড় সড়ক দূর্ঘটনা। অনেকে মোটরসাইকেল, অটোরিক্সা, পিকআপ সহ বিভিন্ন যানেও তীব্র সাদা আলোর এই এলইডি লাইট ব্যবহার করছে। সন্ধার পর রাতে চলাচলকারী অটোভ্যান ও অটোরিক্সায় এলইডি হেডলাইটের আলো বিপদের কারণ হয়ে দাড়িয়েছে। রাতে চলাচলকারী বিভিন্ন যানবাহন ও পথচারীদের চোখে তীব্র সাদা আলোর প্রতিক্রিয়া ঘটায়। এই হেডলাইটের ব্যবহারে বিপরীতদিক থেকে আসা মোটরসাইকেল সহ অন্যান্য যানবাহন এলইডি লাইটের কড়া আলোয় কিছুই দেখা যায় না। এতে দূর্ঘটনা ঘটছে।
ঠাকুরগাঁও জেলায় কোন রকম নিয়মনীতির তোয়াক্কা না করেই চলছে হাজার হাজার অটোরিক্সা। নেই কোন বৈধ কাগজপত্র, নেই কোন ড্রাইভিং প্রশিক্ষন। যে যার মতো করেই চালাচ্ছে অটোরিক্সা। ব্যবহার করছে ইচ্ছেমত এলইডি সহ বিভিন্ন ধরনের লাইট।
এ ব্যাপারে অটোভ্যান চালক দুলাল বলেন, অটোর আসল হেডলাইট ব্যবহার হলে চার্জ খরচ বেশী হয়, তাই এলইডি হেডলাইট ব্যবহার করা হয়, ফলে কম খরচে বেশী আলো পাওয়া যায়। খয়রুল ইসলাম নামে এক মোটরসাইকেল আরোহী বলেন, অটোরিক্সার অত্যাচারে রাতে মটরসাইকেল চালানো খুব অসুবিধা হয়ে পড়ে, সামনে অটো আসলে হেডলাইটের আলোয় কিছুই দেখা যায় না, চোখ একদম ঝাপসা হয়ে আসে, তখন কিছুই বুঝা যায় না। এতে দূর্ঘটনা আশঙ্কা থাকে।
রফিকুল ইসলাম সহ পথচারী এবং বিভিন্ন যানবাহনের চালকরা বলছেন, বড় ধরনের দূর্ঘটনা এড়াতে তীব্র আলোর এলইডি লাইটের ব্যবহার অবিলম্বে নিষিদ্ধ করতে এবং এ বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং পৌরসভা কৃর্তৃপক্ষের দৃষ্টি দেয়া প্রয়েজেন।
মোঃ মজিবর রহমান শেখ
০১৭১৭৫৯০৪৪৪
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.