প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ৯:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৪, ২০২২, ৩:০২ পি.এম
বড়লেখা উপজেলার বিভিন্ন গ্রামে মারাত্মকভাবে মরণব্যাধী ক্যান্সার আক্রান্ত রোগির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে
শাহরিয়ার শাকিল বড়লেখা প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বিভিন্ন গ্রামে মারাত্মকভাবে মরণব্যাধী ক্যান্সার আক্রান্ত হয়ে মৃত্যূর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। উপজেলার মোহাম্মদনগর গ্রামে সম্প্রতি সময়ে অনেকেই ক্যান্সার আক্রান্ত হয়ে মৃত্যূবরণ করেছেন।গত এক বছরে মোহাম্মদনগর গ্রামের সাহেল আহমদ (২৩) কামাল হোসেন (৪০) এনু মিয়া (৪৫) ফারুক উদ্দিন (৫০) সহ আরও অনেকে ক্যান্সার আক্রান্ত হয়ে মৃত্যূবরণ করেছেন।গতকাল মোহাম্মদনগর ইয়োথ সোসাইটির সভাপতি লন্ডন প্রবাসী তানভীর হোসাইন সামাজীক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বড়লেখা উপজেলা প্রশাসন এবং সামাজীক সংগঠনগুলোকে ক্যান্সারের কারন ও প্রতিকার বিষয়ে জনসচেতনতা তৈরির অনুরোধ জানান।এছাড়াও তিনি সম্প্রতি সময়ে মারাত্মকভাবে ক্যান্সার আক্রান্ত রোগির সংখ্যা বৃদ্ধির কারণ অনুসন্ধানের অনুরোধ জানান। উল্লেখ্য সম্প্রতি বড়লেখা ডিগ্রি কলেজের মেধাবী ছাত্র তালিমপুর নিবাসী সাদেক আহমদ (২৭) ক্যান্সার আক্রান্ত হয়ে মৃত্যূবরন করেছেন।এছাড়াও বড়লেখা উপজেলায় প্রতিনিয়ত ক্যান্সার আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, সাথে বৃদ্ধি পাচ্ছে স্বজন হারানোর আহাজারী।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.