তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নব নির্বাচিত ৮৪জন সাধারণ সদস্যগনের শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টা উপজেলা পরিষদ মিলনায়তনে নব নির্বাচিত সাধারণ সদস্যদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার রায়হান কবির। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ হাসান উদ দৌলা,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল লতিফ তরফদার,নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল হক,তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী,বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন,বালিজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো আজাদ হোসাইন,উত্তর বড়দল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক মিয়া,উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হায়দার,দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমদ মোরাদ,দক্ষিণ বড়দল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুস আলী। শপথ বাক্য পাঠ শেষে উপজেলা নির্বাহী অফিসার রায়হান কবির নব নির্বাচিত ইউপি সদস্যগণকে বলেন,সবাই নিজ নিজ অবস্থান থেকে সঠিক ভাবে জনগণের জন্য কাজ করবেন। সরকারের দেয়া সকল সুবিধা পৌছে দিয়ে জনগনের প্রাত্যাশা পুরুনে শতভাগ অঙ্গিকার বদ্ধ থাকবেন এবং সবার সহযোগিতা নিয়ে এলাকার উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করে দেশের উন্নয়নে অংশীদার হবেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.