পুঠিয়া প্রতিনিধি, মিজানুর রহমান (মিজান) দশমী সংঘর উদ্যোগে পুঠিয়া উপজেলায় দুর্গাপূজা উপলক্ষে,প্রথমবারের মত কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। (৩০ সেপ্টেম্বর) সকাল দশটায় পুঠিয়া পাঁচআনি বাজারে এশিয়ার মধ্যে সবচেয়ে বড় শিব মন্দিরের পূর্ব পাশে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা,আজকে মহা অষ্টমী তিথিতে ধর্মীয় ভাবগাম্ভীজো ও স্বাস্থ্য মতে কুমারী পূজা অনুষ্ঠিত হয়। ভক্তবৃন্দরা বলেন,এই কুমারী পূজার মাধ্যমে দেশ যেন এগিয়ে যায় এবং ভেদাভেদ ভুলে সকল ধর্মের মানুষের মাঝে ছড়িয়ে পড়ুক এই আনন্দ উল্লাস,আমরা যেন সবাই কোন ধর্ম বর্ণ নির্বিশেষে কাঁধে কাঁধ মিলে একসাথে চলতে পারি। পূজায় পুরোহিত বলেন,শাস্ত্রমতে কুমারী পূজার উদ্ভব হয় বানাসুর বা কোলাসুরকে হত্যা করার মধ্য দিয়ে। উল্লেখ্য, কোলাসুর নামক অসুর এক সময় স্বর্গ-মর্ত্য অধিকার করে নেয়। কোলাসুর স্বর্গ-মর্ত্য অধিকার করায় বাকি বিপন্ন দেবগণ মহাকালীর শরণাপন্ন হন। সে সকল দেবগণের আবেদনে সাড়া দিয়ে দেবী দেবতাদের আবেদনে সাড়া দিয়ে দেবী মানবকন্যা রূপে জন্মগ্রহণ করেন কুমারী অবস্থায় কোলাসুরকে হত্যা করেন। পুনর্জন্মে কুমারীরূপে কোলাসুরকে বধ করেন। এরপর থেকেই মর্ত্যে কুমারী পূজার প্রচলন শুরু হয়। প্রতিবছর দুর্গাদেবীর মহাষ্টমী পূজাশেষে কুমারী পূজা অনুষ্ঠিত হয়। মতান্তরে নবমী পূজার দিনও এ পূজা অনুষ্ঠিত হতে পারে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রবিউল ইসলাম রুবেল, নির্বাহী সম্পাদক : মো: নাইবুর রহমান এলএল.বি(অর্নাস), এলএলএম। যুগ্ম সম্পাদক : মহিউদ্দিন চৌধুরী । বার্তা সম্পাদক : জাকিরুল ইসলাম। প্রকাশক কর্তৃক শামীম প্রিন্টিং প্রেস, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও ২৮/১/সি টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত। বাণিজ্যিক অফিস : ২২,পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯।