তাহেরপুরে এক সপ্তাহের ব্যবধানে ভোজ্য তেল, চাল ও পিয়াঁজের মুল্য বৃদ্ধ
মোঃ ফায়সাল মাহমুদ দুর্গাপুরঃ
নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর মুল্য বাজারদর দিন দিন বৃদ্ধি।
রাজশাহী বাগমারা ঐতিহাসিক তাহেরপুর পৌরসভা তাহেরপুর বাজারে দ্রুব্য মুল্য সারাদেশের ন্যায় বৃদ্ধি পেয়েছে। শুক্রবার ও সোমবার এই দুইদিন তাহেরপুর হাটবার।
আজ তাহেরপুর হাট ঘুরে নিত্য সামগ্রীর বাজার দর, সরিষার তেল প্রতি কেজি ২২০ টাকা, সয়াবিন তেল প্রতি কেজি ১৭৫/১৮০ টাকা, ডাল দেশি ১১০ কেজি, এলজি ১০০ টাকা, পেঁয়াজ ৬০ টাকা, আলু ১২/১৫, শিম প্রতিকেজি ২০ টাকা, করলা ১০০/১২০ টাকা, ফুলকপি ৪০ টাকা, টমেটো ২৫/৩০ টাকা, পেঁপে ২০ টাকা কাঁচামরিচ ৭০/৮০ টাকা, লাউ ২০/৩০ পিচ,মিষ্টিকুমড়া ৩০/৩৫ টাকা, মটরশুঁটি ৭০ টাকা, শশা ২৫/৩০, আদা ৬০/৭০, গাজর ২০/২৫ টাকা প্রতিকেজি বিক্রিয় হচ্ছে।
চালের বাজার ঘুরে বাজারদর, জিরা ৬০ কেজি, মিনিকেট ৬৫ কেজি, আটাশ ৫০ কেজি, খাটো দশ ৪৫ কেজি।
মাংসের বাজার ঘুরে বাজারদর, গরুর মাংস ৬০০ টাকা প্রতিকেজি, খাসির মাংস ৭৫০ টাকা প্রতিকেজি।
এক সপ্তাহের ব্যবধানে নিত্য প্রয়োজনী চাল, তেল ও পেঁয়াজ সহ মাংসের দাম বৃদ্ধি পেয়েছে। কেজি প্রতি ১৫/২০ টাকা বৃদ্ধি পেয়েছে তেল ও মাংসের বাজার ৫০ টাকা বৃদ্ধি পেয়েছে এমনি তথ্য দিয়েছে ঐতিহাসিক তাহেরপুর ব্যবসায়ী মহল দোকানীবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.