"করনা ভাইরাস"
করনা ভাইরাস কবে যাবে আমাদেরকে ছেড়ে,
করনা রোগীর সংখ্যা ও যে যাচ্ছে অনেক বেড়ে।
কাছের মানুষ যাচ্ছে দূরে মরছে আপনজন,
রাস্তাঘাট ফাঁকা হচ্ছে নাইকো মানুষজন।
জীবনের পরোয়া না করে সেবা করছে যারা,
করোনা ভাইরাস আক্রান্তেও বাদ পড়ছে না তারা ।
সবাই এখন বন্দী ঘরে বসে থেকে,
কখন যাবে করোনা ভাইরাস তার অপেক্ষাতে।
লকডাউনে কাঁদছে মন দিন গুনছি সেই ক্ষন ,
কবে যাবে করোনার সংক্রমণ ।
বাড়ি -গাড়ি টাকা -পয়সায় কম নয় যারা,
করোনা ভাইরাস আক্রান্তেও বাদ পড়ছে না তারা ।
চিকিৎসালয় ভরে গেছে করোনা রোগীতে ,
ডাক্তার নার্স ও সেবা করছে দিনে -রাতে....... মাস্ক ছাড়া বেরোবো না জয় করবোই করনা ।।
* সমাপ্ত *
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.