মোঃ কামাল হোসেন খাঁন মেহেরপুর জেলা প্রতিনিধিঃ মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামের বীর মুক্তিযোদ্ধা রমজান আলীর বাড়ি ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে মেহেরপুরের মুক্তিযোদ্ধাগন। রবিবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অবঃ)আব্দুল মালেকের নেতৃত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা রমজান আলীর স্ত্রী হালিমা খাতুন,শহীদুল ইসলাম,সুলতান হোসেন আশরাফুল ইসলাম প্রমূখ। পরে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে উল্লেখ করা হয় মুজিবনগর উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা মোনাখালী গ্রামের বাসিন্দা শাহাবুদ্দিন বিশ্বাসের ছেলে সেলিম রেজার নেতৃত্বে গত ২৮ ফেব্রুয়ারি মরহুম বীরমুক্তিযোদ্ধা রমজান আলীর বাড়ি প্রবেশ করে বাড়িঘর ভাঙচুর সহ নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যাই। এ ঘটনায় মেহেরপুর আদালতে মামলা দায়ের করা হয়েছে। মানববন্ধনে ওই ঘটনার সুষ্ঠু বিচার দাবি জানানো হয়।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.