মোঃ খলিলুর রহমান সাতক্ষীরা :
সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় কাঁকড়া ধরার সময় ২৪ জেলেকে আটক করেছে বন বিভাগ পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের খিরিঙ্গি নদী এলাকা থেকে তাদের আটক করা হয়।এ নিয়ে দুই দিনে সুন্দরবনে ৪৫ জেলেকে আটক করেছে বন বিভাগ।
বুধবার (৯ মার্চ) বেলা ২টারদিকে আটক জেলেদের সাতক্ষীরা আদালতে পাঠানো হয়েছে।এর আগে মঙ্গলবার সন্ধ্যার দিকে এসব জেলেকে আটক করা হয়।
সাতক্ষীরা রেঞ্জের কর্মকর্তাএম এ হাসান জানান, এসবজেলের মধ্যে কেউ কাঁকড়াধরা, কেউ মাছ ধরার অনুমতি নিয়ে সুন্দরবনে প্রবেশ করেছেন।কিন্তু তারা সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ অভয়ারণ্য এলাকায় গিয়ে কাঁকড়া ধরছিলেন।প্রবেশ নিষিদ্ধ এলাকায় যাওয়া ও কাঁকড়া ধরার সময়তাদের আটক করা হয়।
আটক জেলেরা হলেন শ্যামনগর উপজেলার মিরগং গ্রামের রাশিদুল ইসলাম (৩৫), রফিকুল ইসলাম (৪৫), এবাদুল মোড়ল (৫০), ইউনুচ ঢালী (৪৮), বড় ভেটখালিগ্রামের বক্কার গাজী (৪০), ইলিয়াছ মোড়ল (৪৫), মজিবর রহমান (৪৬), হরিহরনগর গ্রামের হাবিবুর রহমান (২৯), খানপুর গ্রামের আকছেদ আলী (৩৭)।
ছোট ভেটখালি গ্রামের আব্দুল মালেক (৪৫), কুলতলি গ্রামের নওসের গাজী (৪০), আসাদুল শেখ (২৬), আরিফুল হক (২৭), আজিজুল সানা (৪২), খুলনার কয়রা গ্রামের আব্দুল মালেক গাজী (৪২), আব্দুর রশিদ গাজী (৫০), আব্দুল খালেক গাজী (৪৬), ইয়াকুব গাজী (৫০), আল আমিন (৩২), দক্ষিণ বেদকাশি গ্রামের দিদারুল ইসলাম (৫৬), উত্তর বেদকাশি গ্রামের আজিজুল শেখ (৪০), মজিবর শেখ (৪০), জান্নাতুল ফেরদৌস (২৫) ও আশাশুনি উপজেলার চাকলা গ্রামের আসাদুল হক।
এর আগে, গত সোমবার একইভাবে প্রবেশ নিষিদ্ধ এলাকায় গিয়ে কাঁকড়া ধরারসময় ২১ জেলেকে আটক করা হয়েছিল।দুই দিনে ৪৫ জেলেকে আটক করা হয়েছে বলে জানানতিনি।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.