মোঃ খলিলুর রহমান সাতক্ষীরা :
ধাক্কাধাক্কি, কিল চড়, ঘুষি এবং ভাংচুরের ফলে জেলা আইনজীবি সমিতি চত্ত্বর যেন এক রণক্ষেত্রে পরিনত হয়। এরই মধ্যে পুলিশ ব্যালটবাক্স তুলে নিয়ে যায়। এসব ঘটনায় বেশ কয়েকজন আইনজীবি আহত হয়েছেন। পুরাে আদালত চত্ত্বর জুড়ে তীব্র উত্তেজনা বিরাজ করে। জানা গেছে, আবুল হােসেন ও রেজোয়ানুল্লাহ সবুজ নেতৃত্বাধীন জেলা আইনজীবি সমিতির কমিটির মেয়াদ শেষ হবার পর নতুন নির্বাচন নিয়ে জটিলতা দেখা দেয়। বিভক্ত আইনজীবিরা পৃথকভাবে ভােটগ্রহনের দুটি দিন নির্ধারন করে। এসব সংঘর্ষ এড়াতে সাতক্ষীরার দুইজন সংসদ সদস্য আইনজীবিদের নিয়ে আলােচনায় বসেন। পরে তাদের সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার ভােট গ্রহনের কথা ঘােষনা করা হয়। বীর মুক্তিযােদ্ধা এ্যাড. নুরুল আলমকে প্রধান নির্বাচন কমিশনার করে ভােট গ্রহনের শুরুতেই এই সংঘর্ষের সূত্রপাত ঘটে।
পরবর্তীতে জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে ভােট বন্ধ হয়ে যায়। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গােলাম কবীর জানান, দুই পক্ষ মুখােমুখি অবস্থান নেওয়ায় সাতক্ষীরা জেলা ম্যাজিস্ট্রেট এর নির্দেশে আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মােতায়েন করা হয়।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.