মোঃ আলাউদ্দীন মন্ডল, রাজশাহীঃ রাজশাহীর বাজারে সয়াবিন তেলের দাম ৫ টাকা কমে বিক্রি হচ্ছে ১৬৫ টাকা লিটারে এবং কেজিতে বিক্রি হচ্ছে ১৬০ টাকা। আজ বুধবার রাজশাহীর সাহেব বাজারে আলাবিভিন্ন মুদির দোকান ঘুরে দেখা যায় এমন চিত্র।ব্যবসায়ীরা বলছে, তেলের দাম কমেছে এবং এখন ক্রেতাদের চাহিদা অনুযায়ী তা দেওয়া হবে। আমাদের কাছে আপাতত ৫ লিটারের তেলের বোতলটা নাই ২ লিটার আর ১ লিটার করে বিক্রি করে ক্রেতাদের চাহিদা পূরণ করছি। এদিকে, খোলা ও বোতলজাত সয়াবিন তেলের কমলেও স্থিতিশীল রয়েছে সব ধরনের সবজি, ডাল, চালের ও মুদিপন্যের দাম।
বাজারে বেগুন বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজিতে, শিম বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজিতে, কাচা মরিচ ৮০ টাকা, করলা ১২০ টাকা,গাজর ৩০ টাকা,আলু ২০ টাকা এবং পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫৫ টাকা কেজি দরে।
সবজি ব্যবসায়ীরা বলছেন, সবজি উৎপাদন বাড়লেই কমে যাবে সব ধরনের সবজির দাম। তাছাড়া ১০ রোজা পর্যন্ত দাম এরকমই খাকবে পরে কমে যাবে।বাজার করতে আসা ক্রেতা মাসুমা বলেন, আমরা ছাত্রী মেসে থেকে পড়াশোনা করি বাড়ি থেকে যে পরিমান টাকা পাঠায় তাতে বর্তমান বাজারে আমাদের খাওয়ার সমস্যায় পড়তে হচ্ছে।
এছাড়া বাজারে চাল, ডিম,মুরগি এবং অন্যান্য পন্যের দাম স্থিতিশীল রয়েছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.