সুজন আলী, রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৫ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল ২০ এপ্রিল রবিবার সন্ধ্যায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা: আরশেদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, পৌর শহরের শিমুলতলী এলাকার, মামুনুর অর রশিদ (৬০), পৌর আওয়ামীলীগের ওয়ার্ড সাধারণ সম্পাদক, কলেজ পাড়া এলাকার, অজয় বসাক (৫২), আওয়ামী লীগের সহযোগী সংগঠনের সদস্য, ঈদগাঁও এলাকার ইউসুফ আলী (৩৩), হোসেনগাঁও এলাকার দুলাল হোসেন (৩২), বন্দর এলাকার, সানোয়ার হোসেন(সানী)(২২)। ওসি মুহা: আরশেদুল হক জানান, রাণীশংকৈল থানার মামলা নম্বর ২(২)২৫ ও ১১(৪)২৫ পৃথক দুটি মামলায়, ছিনতাই, সন্ত্রাস বিরোধী আইন,ও বিস্ফোরক দ্রব্য, আইনের তাদের গ্রেপ্তার করা হয়। আজ সোমবার দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
প্রকাশক মোঃ রবিউল ইসলাম।
সম্পাদক : মোঃ নাইবুর রহমান [এলএল.বি (অনার্স), এলএল.এম
(ইউডা)] । বার্তা সম্পাদক : মোঃ জাকিরুল
ইসলাম [এম.এ(ইংলিশ), বি আই ইউ। বি.এড (টি টি সি)] অফিস :
২২, পশ্চিম- ধানমন্ডি, শংকর,
ঢাকা -১২০৯, বাংলাদেশ।
ইমেইল নিউজ :editor@alochitokantho.com.bd/ alochitokantho@gmail.com
ভিজিট ওয়েব সাইট : www.alochitokantho.com.bd