মাসুম বিল্লাহ, শেরপুর বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি দোকান ভস্মীভূত হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারনা করা হচ্ছে।
রবিবার (১৩ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার বিকেল বাজার এলাকায় ওয়ান টু নাইন্টি নাইন নামের দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে সম্পুর্ণ দোকানে।
আগুনে ব্যবসা প্রতিষ্ঠানটির মালামালসহ সম্পুর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।
এসময় দোকানের পেছনে অবস্থিত বসতবাড়িটিও আসবাবপত্রসহ আগুনে ভস্মীভূত হয়েছে। খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আসে কিন্তু তাদের ট্যাংকের পানি ফুরিয়ে গেলে আবারও পানি নিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে হয়।
প্রতিষ্ঠানটির মালিক সাংবাদিক অশোক কুমার বাড়িতে না থাকায় দোকানের কর্মচারী জানান, দোকানের ভেতর থাকা সকল পণ্য ও নগদ টাকা ও সোনার গহনা পুড়ে গেছে। আগুনের তীব্রতায় কিছুই বের করতে পারেননি । এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী।
শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ময়নুল ইসলাম শেরপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম এবং শেরপুর পৌরসভার মেয়র জানে আলম খোকা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং দুঃখ প্রকাশ করেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.