স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান: খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির মার্চ মাসের সভা আজ (রবিবার) সকালে জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় পুলিশ সুপার মোঃ মাহবুব হাসান বলেন, পরিবার থেকেই অপরাধ, মাদক ও জঙ্গিবাদ প্রতিরোধে সচেতনতা গড়ে তুলতে হবে। সময়ের সাথে নতুন নতুন নামের মাদকদ্রব্যের দিকে তরুণদের ধাবিত করার চেষ্টা চলছে। তরুণদের সুস্থ সাংস্কৃতিক চর্চার সুযোগ করে দিলে মাদকের ছোবল থেকে তাদের রক্ষা করা যাবে। চুরি প্রতিরোধে পুলিশের পাশাপাশি সকল মার্কেটে নিজস্ব প্রহরী ও ক্লোজ সার্কিট ক্যামেরার ব্যবস্থা থাকা প্রয়োজন।
সিভিল সার্জন ডাঃ সুজাত আহমেদ বলেন, করোনা ভাইরাসের প্রকোপ কমায় স্বাস্থ্যবিধি মানা ও মাস্ক পরার বিষয়ে অবহেলার সুযোগ নেই। মসজিদসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানে মাস্ক পরিধান করতে হবে। খুলনা জেলা ও মহানগরে এ পর্যন্ত ৩৫ লাখ ডোজ করোনার টিকা দেয়া হয়েছে।
সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, নগরীতে জন বিড়ম্বনা প্রতিরোধে ফুটপাথ দখলমুক্ত রাখা প্রয়োজন। মাদক প্রতিরোধে সবাইকে সজাগ থাকতে হবে। এটি নির্মুলে টাস্কফোর্সের বিশেষ অভিযান বৃদ্ধি করা হবে। নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার দর নিয়ন্ত্রণে মনিটারিং কার্যক্রম চলমান রয়েছে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পুলক কুমার ম-ল সভায় বিগত মাসে খুলনা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন। এসময় জানানো হয়, খুলনা জেলা অধিক্ষেত্রে বিগত ফেব্রুয়ারি মাসে ১২৫ টি মামলা দায়ের করা হয়েছে যা বিগত জানুয়ারি মাসে জেলায় দায়ের হওয়া মামলা থেকে ১১টি কম। খুলনা মহানগরী অধিক্ষেত্রে ফেব্রুয়ারি মাসে ১৫০ টি মামলা দায়ের হয়েছে যা বিগত জানুয়ারি মাসে দায়ের হওয়া মামলা হতে ০৭টি কম।
সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ কমিটির অন্যান্য সদস্যরা অংশগ্রহণ করেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.