কামাল হোসেন খাঁন, মেহেরপুর প্রতিনিধিঃ
মেহেরপুর জেনারেল হাসপাতালে ডিবি পুলিশের অভিযানে ৫ দালালকে আটক পূর্বক, ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৭হাজার ২'শ টাকা জরিমানা প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১২ টার দিকে তাদের জরিমানা করা হয়।
আটককৃতরা হলেন, মেহেরপুর সদর উপজেলার মহামারী গ্রামের মৃত জামাত আলীর ছেলে শাহজাহান(৪৩), দিঘীরপাড়ার দেলোয়ার হোসেনের ছেলে সোহাগ(২৯), একই এলাকার আজগর আলীর ছেলে সেলিম রেজা(২৫), মেহেরপুর কোটপাড়ার রেজাউল হকের ছেলে মেহেদী(২৮) ও গাংনী খানা পাড়ার কোরবান আলীর মেয়ে আরিফা খাতুন(১৯)।
মেহেরপুর জেলা ডিবি পুলিশের ওসি সাইফুল আলম জানান, একটি দালাল চক্র বিভিন্ন সময় মানুষকে ভোগান্তিতে দিয়ে অর্থ আদায় করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫ জনকে আটক করি। আটক পূর্বক মেহেরপুর জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুল আলম ও রিফাত জাহান ঘটনাস্থলে পৌঁছে ১৮৬০এর ২৯১ধারায় জরিমানা প্রদান করেন। এ সময় ডিবি পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
এমআইএইচ/একে
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.