কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রাম শহরের কলেজ মোড় সংলগ্ন ‘আই লাভ কুড়িগ্রাম’ এলাকার সামনে থেকে এক প্রতারককে আটক করেছে সেনাবাহিনী।
সেনাবাহিনীর কুড়িগ্রাম অস্থায়ী ক্যাম্প সূত্রে জানা গেছে, সোমবার (২১ এপ্রিল) রাত ৯ টার দিকে ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাফায়াত হোসেনের নেতৃত্বে একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। অভিযানে মো. রাজিউর হক সাগর নামের এক ব্যক্তি সরকারি চাকরি দেওয়ার প্রলোভনে কয়েকজনের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়ার সময় হাতেনাতে ধরা পড়ে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, রাজিউর হক সাগর দুই ব্যক্তির কাছ থেকে সরকারি চাকরির কথা বলে প্রায় ২৮ লক্ষ টাকা আদায় করেছেন।
আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কুড়িগ্রাম সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী।
এ বিষয়ে থানার দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে প্রতারণার অভিযোগে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে
প্রকাশক মোঃ রবিউল ইসলাম।
সম্পাদক : মোঃ নাইবুর রহমান [এলএল.বি (অনার্স), এলএল.এম
(ইউডা)] । বার্তা সম্পাদক : মোঃ জাকিরুল
ইসলাম [এম.এ(ইংলিশ), বি আই ইউ। বি.এড (টি টি সি)] অফিস :
২২, পশ্চিম- ধানমন্ডি, শংকর,
ঢাকা -১২০৯, বাংলাদেশ।
ইমেইল নিউজ :editor@alochitokantho.com.bd/ alochitokantho@gmail.com
ভিজিট ওয়েব সাইট : www.alochitokantho.com.bd