আসাদুজ্জামান আপেল, পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড় সদর উপজেলা ৪নং কামাত কাজলদীঘি ইউনিয়নে টুনিরহাট বাজারের বণিক সমিতির সভাপতিসহ ৬ প্রতিনিধির বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ মার্চ) রাতে পঞ্চগড় সদর উপজেলার টুনিরহাট বাজারে বটতলিতে ব্যবসায়ীরা প্রতিবাদ সভার আয়োজন করে।
এসময় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন,পঞ্চগড় সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী আল তারিক, ৪নং কামাত কাজলদীঘি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ,টুনিরহাট বাজার বণিক সমিতির সভাপতি আবেদ আলী শাহ, বণিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা,ক্রীড়া সম্পাদক পরিতোষ শর্মা সহ ব্যবসায়ীরা।
বক্তারা অবিলম্বে বণিক সমিতির সভাপতিসহ ৬ প্রতিনিধির নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান। বক্তব্যে তারা বলেন,এই মামলাটি একটি মিথ্যা মামলা,মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে টুনিরহাট বাজারের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখারও হুশিয়ারী দেন বণিক সমিতির প্রতিনিধিসহ সকল দোকানদার দোকান মালিকগন।
উল্লেখ্য, জরিনা বেগমের দোকান ঘড় ভাড়া নেয় ইউসুফ আলী। ভাড়া নিয়ে ব্যবসা করে আসছিল ইউসুফ আলী। দীর্ঘদিন ধরে ভাড়া না দিয়ে দোকান ঘড়টি নিজের করে নেন। এদিকে ঘড় ফেরত চেয়ে টুনিরহাট বাজার বণিক সমিতিতে চলতি বছরের ১৪ ফেব্রুয়ারীতে আবেদন করেন জরিনা বেগম। টুনির হাট বাজার বণিক সমিতি ইউসুফ আলীকে নোটিশের মাধ্যমে বণিক সমিতিতে হাজির হয়ে বিষয়টি সমাধানের তারিখে হাজির না হয়ে কালক্ষেপন করতে থাকে। এমতবস্থায় বণিক সমিতির সভাপতি সমিতির প্রতিনিধি ও ব্যবসায়ীদের নিয়ে চলতি বছরের ২৩ ফেব্রুয়ারী রাত সাড়ে ৭টার সময় ইউসুফ আলীর দোকানে গিয়ে সমিতিতে হাজির না হওয়ার বিষয় জানতে চাইলে এসময় ইউসুফ আলী তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করলে এক পর্যায় কথাকাটাকাটি হলে বণিক সমিতির সভাপতি আবেদ আলী সবাইকে নিয়ে চলে আসে।
এদিকে দোকান ঘড় মুল মালিক জরিনা বেগমকে ফেরত না দিয়ে গত ৮ মার্চ ইউসুফ আলী প্রধানের মডার্ণ কসমেটিকস মনিহারী দোকানে চুরিসহ ৩ লক্ষ টাকা চাঁদাবাজীর অভিযোগে, টুনিরহাট বাজারের ব্যবসায়ী জাবের আলী, হারুন, মকছেদ আলী,টুনিরহাট বাজার বণিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা,টুনির হাট বাজার বণিক সমিতির ক্রীড়া সম্পাদক পরিতোষ,টুনির হাট বণিক সমিতির সভাপতি আবেদ আলীর নামে ইউসুফ আলী বাদী হয়ে বিজ্ঞ আমলী পঞ্চগড় আদালতে-১ চাঁদাবাজী মামলা দায়ের করে।
এমআইএইচ/একে
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.