কিশোরগঞ্জ প্রতিনিধি:
১৯৯৫ সালের মার্চ মাসে বিএনপি জামাত জোট সরকার কর্তৃক সার কিনতে গিয়ে সারাদেশে নির্মমভাবে নিহত হয় ১৮ জন কৃষক। এর মধ্যে ১ জন হলেন কিশোরগঞ্জ সদর উপজেলার লতিফাবাদ ইউনিয়নের অষ্টবর্গ গ্রামের কৃষক মকছু মিয়া। তার স্মরণে মঙ্গলবার সকালে সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, শোক র্যালী,মিলাদ মাহফিল ও কৃষক সমাবেশের আয়োজন করে কিশোরগঞ্জ জেলা কৃষকলীগ।
কৃষক সমাবেশে জেলা কৃষকলীগের সভাপতি আহমদ উল্লাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু,সহ-সভাপতি আব্দুর রাজ্জাক,যুগ্ন সাধারণ সম্পাদক কামাল হোসেন চৌধুরি,যুগ্ন সাধারণ সম্পাদক আবুল হাশেম মাস্টার,সাংগঠনিক সম্পাদক কায়সার আহমেদ লিংকন,সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ,প্রচার সম্পাদক এম এ আকবর,দপ্তর সম্পাদক দীপক দাস,অর্থ সম্পাদক হুমায়ুন কবির,তথ্য ও গবেষণা সম্পাদক জহির উদ্দিন ছফি,সদর উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম হেভেন,সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক রুহুল,শহর কৃষকলীগের সভাপতি আলমগীর হোসেন,সাধারণ সম্পাদক আল মামুন প্রমুখ।
সমাবেশ শেষে মরহুম কৃষক মকছু মিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করে জেলা কৃষকলীগের নেতাকর্মীরা।পরে স্থানীয় মসজিদে মরহুমের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।এতে জেলা কৃষকলীগের নেতাকর্মী ও স্থানীয়রা অংশ নেন
এমআইএইচ/একে
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.