আলাউদ্দীন মন্ডল, রাজশাহী :
রাজশাহীতে ওয়েল্ডিং স্ফুলিঙ্গ থেকে হার্ডওয়ার সামগ্রীর গোডাউনে আগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর কাদিরগঞ্জ দড়িখড়বোনা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফোম ও পারটেক্সের বোর্ড ছাড়াও আঠাসহ দাহ্য পদার্থও ছিল ওই গোডাউনে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স রাজশাহীর সহকারী পরিচালক দিদারুল আলম বলেন, শহিদুল ইসলাম বাচ্চু নামে এক ব্যক্তির মালিকানাধীন ‘মাস্টার এগ্রো অ্যান্ড হার্ডওয়্যার’-এর গুদাম এটি। বাইরে সংস্কারের কাজ করার সময় ওয়েল্ডিংয়ের স্ফুলিঙ্গ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
তিনি আরও বলেন, গুদামে ফোম, পারটেক্স বোর্ড ও আঠাসহ বিভিন্ন দাহ্য পদার্থ ছিল। ফলে আগুন নেভাতে গিয়ে বেগ পেতে হয়েছে। আটটি ইউনিট টানা এক ঘণ্টার চেষ্টা চালিয়ে বেলা সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
এমআইএইচ/একে
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.