আরিফুল ইসলাম, খাগড়াছড়ি প্রতিনিধিঃ
স্থানীয়দের মাঝে স্থিতিশীলতা ও শান্তি সম্প্রতি বজায় রাখতে খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের তত্ত্বাবধানে ৩ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি সেনা জোনের উদ্যোগে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান করা হয়েছে।
সকালে জোনের আওতাধীন বড়পিলাক বাজার মাঠে এ কর্মসূচীর উদ্বোধন করেন জোন অধিনায়ক লেঃ কর্ণেল দেওয়ান মঞ্জুরুল হক।
এসময় বিভিন্ন মসজিদের জন্য ইট, সিমেন্ট, অসহায় দরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন, ক্লাব ও স্কুলে খেলার সামগ্রী, মাদ্রাসা ও মসজিদের জন্য মাইক সেট, মন্দির ও ধর্মীয় অনুষ্ঠানে আর্থিক সাহায়তা, গরীব মেধাবী ছাত্র ছাত্রীদের স্কুল- কলেজ ভর্তির জন্য আর্থিক সাহায্যের পাশাপাশি বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জোন উপ-অধিনায়ক মেজর সরওয়ার জাহান, জোনের আর.এম.ও ক্যাপ্টেন মোঃ এনায়েত উল্লাহ সহ সামরিক পদস্থ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার পাশাপাশি ভবিষ্যতেও সেনাবাহিনীর জনসেবামূলক কর্মকান্ড অব্যাহত থাকবে বলে প্রতিশ্রুতি দেন জোন অধিনায়ক।
এমআইএইচ/একে
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.