খাদ্যে বিষক্রিয়ায় পঞ্চগড়ের দেবীগঞ্জে ১৬ শিক্ষার্থী ও ১ শিক্ষক অসুস্থ্য হয়ে হাসপাতাল
মোঃ আসাদুজ্জামান আপেল পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় : পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ১৬ মাদরাসা শিক্ষার্থী ও ১ শিক্ষক খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ্য হয়ে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি হয়েছে।
অসুস্থরা সবাই দেবীগঞ্জ উপজেলার সোনাহার আল জামিয়াতুল ইসলামীয়া এতিমখানা মাদরাসার শিক্ষার্থী ও শিক্ষক।
মাদরাসা কর্তৃপক্ষ জানায়, প্রতিদিনের মতো শিক্ষার্থীরা বিকেলে এতিমখানার নির্ধারিত খাবার খায়।
কিছুক্ষণ পর তাদের বমি ও পেটের ব্যাথা শুরু হলে দ্রুত তাদেরকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মো: হাসিনুর রহমান রাতে জানান, বিকেলে বমি ও পেটের ব্যাথা নিয়ে মাদ্রাসার শিক্ষার্থীরা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। আমরা তাদের চিকিৎসা দিচ্ছি। বর্তমানে তারা শঙ্কামুক্ত। এবং আমাদের মেডিক্যাল টিম সব সময় প্রস্তত রয়েছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.