কানাইঘাট প্রতিনিধিঃ
কানাইঘাট উপজেলায় অনুষ্টিত ৭ম স্কাউট সমাবেশের ৩য় দিন তাঁবু জলসা সহ বর্নাঢ্য সকল আয়োজন ও প্রদর্শনের মধ্য দিয়ে অতিবাহিত হয়েছে।
মঙ্গলবার সকাল হতে ধারাবাহিকভাবে পিটি,স্কাউট দক্ষতা অনুশীলন, আইসিটি দক্ষতা অনুশীলন,বঙ্গবন্ধু সম্পর্কে জানি,একজন বীর মুক্তিযোদ্ধার স্মৃতিচারন সহ বিভিন্ন ইভেন্ট ১০ টি স্কাউট দলের সক্রিয় অংশগ্রহনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। ৩য় দিনের সর্বশেষ আকর্ষন ছিলো তাবু জলসা। রাত ৮ ঘটিকা হতে অনুষ্টিত প্রায় দেড় ঘন্টা ব্যাপী তাবু জলসা শুরুর পূর্ববর্তী এক আলোচনা সভা অনুষ্টিত হয়।
উপজেলা স্কাউটস সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার জনাব সুমন্ত ব্যানার্জীর সভাপতিত্বে এবং উপজেলা স্কাউট সম্পাদক প্রধান শিক্ষক মোঃ ইয়াহহিয়া এর পরিচালনায় অনুষ্ঠান অনুষ্টিত হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সিরাজুল ইসলাম। প্রধান স্কাউটস ব্যাক্তিত্ব হিসাবে উপস্থিত ছিলেন জেলা স্কাউটস কমিশনার প্রধান শিক্ষক মামুন আহমদ,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা স্কাউটস এর সহ-সভাপতি ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ জার উল্লাহ,উপজেলা স্কাউটস কমিশনার ও উপজেলা শিক্ষা অফিসার গোপাল চন্দ্র সূত্রধর,উপজেলা ইউ আর সি ইন্সট্রাক্টর এবিএম মাঈনুর রহমান খান,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাস্টার মোঃ মহিউদ্দিন।এছাড়া বক্তব্য রাখেন উপজেলা কাব স্কাউট লিডার মাস্টার হারুন আহমদ।
অনুষ্টানে আরও উপস্থিত ছিলেন কাউন্সিলর জাকির হোসেন,প্রধান শিক্ষক আনোয়ার হোসেন,আজিজুল হক,এনামুল হক,মোঃ আজির উদ্দিন, শাহাব উদ্দিন,বুলবুল আহমদ,মোঃ ইয়াহিয়া,মিলন কান্তি দাস,জাহিদ হোসেন রাহিন,দেলোয়ার চৌধুরী প্রমুখ।
উক্ত সভায় প্রধান অতিথি, সভাপতি, সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ তাদের বক্তব্যের মাধ্যমে এই আয়োজনের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন।
সভা শেষে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে তাঁবু জলসার শুভ উদ্বোধন হয়। ১০ টি স্কাউট দল আলাদা আলাদাভাবে তাদের বিভিন্ন পারফরম্যান্স প্রদর্শন করে।
এমআইএইচ/একে
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.