ফাহিম হোসেন রিজু ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে গোয়ালঘর থেকে রাতের আঁধারে পিকআপ গাড়ীতে করে পাঁচটি গরু চুরির ঘটনা ঘটেছে। যার বাজারমূল্য সাড়ে ৪ লাখ টাকা বলে জানিয়েছে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী আজাবুদ্দিন। সোমবার (২১শে এপ্রিল) রাতে উপজেলার বুলাকীপুর ইউনিয়নের বরাতীপুর গ্রামের এক ব্যবসায়ীর ৫টি গরু চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গরুর মালিক উপজেলার বুলাকীপুর ইউনিয়ানের বরাতীপুর গ্রামের মৃত সাবাতুল্লাহ'র ছেলে আজাবুদ্দিন। অভিযোগ সূত্রে জানা যায়, তিনি একজন গরু ব্যবসায়ী তিনি বিভিন্ন এলাকা থেকে গরু ক্রয় করে বিভিন্ন হাটে বিক্রয় করে ও বাড়িতে গরু লালন পালন করে জীবিকা নির্বাহ করে। তিনি প্রতিদিনের ন্যায় সোমবার (২১ শে এপ্রিল) রাতে অনুমান সাড়ে ৯ টার দিকে রাতের খাওয়া-দাওয়া শেষে নিজ ঘরে ঘুমায়। মঙ্গলবার (২২শে এপ্রিল) সকাল আনুমানিক ৭ টার দিকে ঘুম থেকে উঠে ঘরের বাইরে গিয়ে দেখতে পায়। গরুর গোয়াল ঘরের দরজার তালা ভাঙ্গা। গোয়ালের দরজা খুলে দেখতে পাই তার ৫টি গরু কে বা কার রাতের কোন এক সময় গোয়াল ঘরের বেড়া ভেঙে তালা ভেঙে বাড়ির ভিতরে প্রবেশ করে গরু গুলি নিয়ে যায়। এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, আমি নিজেই ঘটনাস্থল পরিদর্শন করছি, তদন্তের জন্য অফিসার নিয়োগ করা হয়েছে এবং চুরি যাওয়া গরু উদ্ধার এর জন্য তৎপর।
প্রকাশক মোঃ রবিউল ইসলাম।
সম্পাদক : মোঃ নাইবুর রহমান [এলএল.বি (অনার্স), এলএল.এম
(ইউডা)] । বার্তা সম্পাদক : মোঃ জাকিরুল
ইসলাম [এম.এ(ইংলিশ), বি আই ইউ। বি.এড (টি টি সি)] অফিস :
২২, পশ্চিম- ধানমন্ডি, শংকর,
ঢাকা -১২০৯, বাংলাদেশ।
ইমেইল নিউজ :editor@alochitokantho.com.bd/ alochitokantho@gmail.com
ভিজিট ওয়েব সাইট : www.alochitokantho.com.bd