গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি. রহমত আলী
নাটোরের গুরুদাসপুরে বুধবার দিবসব্যাপী করোনা মোকাবেলায় স্বাস্থ্যকর্মী, চিকিৎসক ও স্থানীয়দের করণীয় বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)'র অর্থায়নে গুরুদাসপুর উপজেলা পরিষদ এ প্রশিক্ষন বাস্তবায়নের আয়োজন করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে বক্তব্য রাখেন প্রশিক্ষণের সভাপতি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. রোকসানা আক্তার লিপি। তিনি বলেন, চিকিৎসার অভাবে কেউ যেন মারা না যায়, সেজন্য স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে উপজেলা পরিষদ। সহায়তাকারী প্রতিষ্ঠান ইউজিডিপি গুরুদাসপুরের প্রকল্প কর্মকর্তা প্রদীপ কুমার রায়, আরএমও ডাক্তার শরিফুল ইসলাম, ডাক্তার শারমিন ইসলাম ও সাংবাদিক আলী আককাছ বক্তব্য রাখেন। এসময় প্রকল্প কর্মকর্তা বলেন, সামান্য খরচে ঝুঁকিমুক্তভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রসূতিদের সিজার করা হচ্ছে। তাছাড়া গ্যাস-বিদ্যুৎ, শক্তিশালী জেনারেটর ব্যবস্থা করা হয়েছে। ডিজিটাল এক্সরে মেশিন সহ নানা রকম স্বাস্থ্য উপকরণ দেওয়া হয়েছে স্বাস্থ্য কমপ্লেক্সে।#
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.