সাইফুল ইসলাম, রাজবাড়ী প্রতিনিধি;
রাজবাড়ী জেলা কৃষক লীগের বিশেষ বর্ধিত সভা ২০২২ অনুষ্ঠিত হয় (১৬ ই ফেব্রুয়ারী) বুধবার দুপুর দুইটায়।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী ২ আসনের সাংসদ সদস্য ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এম.পি মোহদয় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মিয়ান আবদুল ওয়াদুদ, রাজবাড়ী ১ আসনের সাংসদ সদস্য কাজী কেরামত আলী ও বাংলাদেশ কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকি হক। এ ছাড়াও বাংলাদেশ কৃষক লীগের রাজবাড়ী জেলা উপজেলার বিভিন্ন নেতা কর্মি বৃন্দ।
বাংলাদেশ কৃষক লীগের রাজবাড়ী জেলা শাখার আয়োজিত রেলগেট সংলগ্ন এলাকা জেলা পার্টি অফিসের সামনে অনুষ্ঠিত হয়।
এসময় নেতা কর্মিরা শুভেচ্ছা বক্তব্যে বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ ও কৃষক লীগ কোন আলাদা কিছু না। আমরা সবাই বঙ্গবন্ধুর আর্দশের সৈনিক, আমাদের কে একসাথে একযোগে কাজ করে যেতে হবে। দলকে সুসংগঠিত রাখতে হবে এবং বিভিন্ন এলাকা থেকে আসা নেতা কর্মিরা তাদের মনের ক্ষোভ প্রকাশ করেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা বলেন,বাংলাদেশ কৃষক লীগে, এ সংগঠনটি হাজার বছরের শ্রেষ্ট বাঙালি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের,হাতে গড়া একটি সংগঠন, এটি আওয়ামী লীগের একটি অংশ। কৃষক বাঁচলে দেশ বাঁচবে, প্রধান মন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, কৃষক লীগ, আওয়ামী লীগের কোন শত্রু না, কৃষক লীগ শক্তিশালী হলে, আওয়ামী লীগ শক্তিশালী হবে। এবং কাঁধে কাঁধ মিলিয়ে এক সাথে কাজ করব ইনশাআল্লাহ। তিনি আরও বলেন দীর্ঘদিনের বিভেদ ভুলে গিয়ে এক হয়ে কাজ করার অনুরোধ করেন।
সব শেষে অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দেন রাজবাড়ী জেলা কৃষক লীগের সভাপতি আবু বক্কার খান।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.