মোঃ সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা ভোলায় দূর্গাপূজায় সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করলেন ভোলা জেলা পুলিশ সুপার মোঃ শরিফুল হক। ২৯শে সেপ্টেম্বর সোমবার ভোলা সদর থানার বিভিন্ন পূজা মন্ডপ,১ অক্টোবর,বুধবার বোরহানউদ্দিন, লালমোহন ও চরফ্যাশন থানাধীন বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ভোলা জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ শরীফুল হক। পরিদর্শনকালে পুলিশ সুপার পূজা মন্ডপ পরিচালনা কমিটি নেতৃবৃন্দের সাথে নিরাপত্তাসহ সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন এবং উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় দূর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন। এ বিষয়ে জানতে চাইলে ভোলা সদর মডেল থানার ওসি আবু সাহাদাৎ মোহাম্মদ হাচনাইন পারভেজ বলেন,ভোলা জেলা পুলিশ সুপার মোঃ শরিফুল হক স্যারের নির্দেশে ভোলা সদর থানা আওতাধীন প্রতিটি মণ্ডপ পরিদর্শন করেছি,আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে,কেউ অপীতিকর ঘটনা ঘটালে সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হবে। এ বিষয়ে জানতে চাইলে ভোলা জেলা পুলিশ সুপার মোঃ শরিফুল হক সাংবাদিকদের এক সাক্ষাৎকারে বলেন,আমরা সবাই মিলেমিশে এই উৎসব উদযাপন করে যাব। আপনাদের সকলের সহযোগিতা ও আন্তরিকতায় নিরাপদ, নির্বিঘ্নে ও আনন্দমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে এবারের শারদীয় দূর্গাপূজা। আশা করি আমরা চমৎকারভাবে এই উৎসব উদযাপন করব। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে কোন অপশক্তি আমাদেরকে লক্ষ্যচ্যুত করতে পারবে না। যেকোনো প্রয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের পাশে ভোলা জেলা পুলিশ রয়েছে,কোনরকম বিশৃঙ্খল বা অপীতিকর ঘটনা এড়ানোর জন্য আমাদের পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে,সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি তৎপর রয়েছে,কেউ বিশৃঙ্খলা করলেই আইনের আওতায় নিয়ে আসা হবে। এ সময় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন,লালমোহন,চরফ্যাশন উপজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ,থানার পুলিশের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রবিউল ইসলাম রুবেল, নির্বাহী সম্পাদক : মো: নাইবুর রহমান এলএল.বি(অর্নাস), এলএলএম। যুগ্ম সম্পাদক : মহিউদ্দিন চৌধুরী । বার্তা সম্পাদক : জাকিরুল ইসলাম। প্রকাশক কর্তৃক শামীম প্রিন্টিং প্রেস, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও ২৮/১/সি টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত। বাণিজ্যিক অফিস : ২২,পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯।