লালমনিরহাট প্রতিনিধি।।
পাগলা কুকুরের কামড়ে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় পাঁচ শিশু আহত হয়েছে। বুধবার (১৬ মার্চ) বিকালে উপজেলার চলবলা ইউনিয়নের সুকানদিঘী তেঁতুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলো, উপজেলার তেঁতুলিয়া এলাকার ছয়পাল মিয়ার ছেলের আশিক মিয়া (১৪), মৃত নুরুন্নবী মিয়ার ছেলে মোকছেদুল ইসলাম (১৩), সিরাজুল ইসলাম (বাদুরের) মেয়ে কূলছুম (০৩) ও নাজমুল হাসানের মেয়ে আয়শা বেগম (১৪)। ভুক্তভোগীরা জানান, কয়েকদিন ধরে উপজেলার সুকানদিঘী তেঁতুলিয়া এলাকায় কুকুরে কামড়ানোর পরিমাণ বেড়ে গেছে। পথচারীরা প্রতিনিয়ত কুকুর কামড়ানোর আতঙ্ক নিয়ে চলাচল করছেন। এরই ধারাবাহিকতায় বুধবার বিকেলে ওই শিশুরা রাস্তার পাশে খেলছিল। হঠাৎ করে একটি কুকুর দৌড়ে এসে পর্যায়ক্রমে চারজনকে কামড়িয়ে পালিয়ে যায়। চলবলা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মিজানুর রহমান মিজু বলেন, বিষয়টি নিয়ে খুবই মর্মাহত হয়েছি। ভুক্তভোগী ওই চারজনকে লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। পাগলা কুকুর থেকে সাধারন মানুষের নিরাপত্তার জন্য এলাকাবাসীসহ সরকারি সহযোগিতা চেয়েছেন তিনি।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.