মজিবর রহমান শেখ, ঠাকুরগাও:
ঠাকুরগাঁও জেলায় বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়। ১৭ মার্চ বৃহস্পতিবার দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন।
ঠাকুরগাঁও জেলা প্রশাসনের আয়োজনে দিবসটি পালনে সূর্যদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। ঠাকুরগাঁও জেলা পরিষদ ডাক বাংলোয় অবস্থিত বঙ্গবন্ধু ম্যুরালে ও মুজিববর্ষ চত্বরে পুস্পমাল্য অর্পন করে সরকারী-বেসরকারী দপ্তর, রাজনৈতিক দলসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষজন। পরে ঠাকুরগাঁও জেলা পরিষদ অডিটরিয়াম বিডি হল প্রাঙ্গনে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।
এ সময় তিনি প্রতিবন্ধী শিশুদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন। ঠাকুরগাঁও জেলা পরিষদ অডিটরিয়াম বিডি হলে আলোচনা সভায় ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, বিশেষ অতিথি ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, ঠাকুরগাঁও জেলা আ’লীগের সভাপতি মুহ: সাদেক কুরাইশী, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমান বাবলু, মাহাবুবুর রহমান খোকন, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, ঠাকুরগাঁও জেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বদরুদ্দোজা বদর, ঠাকুরগাঁও প্রেস কাবের সভাপতি মনসুর আলী প্রমুখ। এ সময় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
এছাড়াও জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন গুচ্ছগ্রাম, আশ্রয়ণ প্রকল্প, দরিদ্র পল্লীতে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের পক্ষ থেকে দরিদ্র জনগোষ্ঠির মধ্যে খাবার-মিষ্টান্ন বিতরণ করা হয়। সরকারি হাসপাতাল, জেলখানা, শিশু পরিবার ও এতিমখানাসমূহে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। মসজিদ, মন্দির ও গীর্জায় বিশেষ মোনাযাত ও প্রার্থনার পর বিকেলে সরকারি শিশু পরিবার (বালক ও বালিকা)’য় শিশুদের নিয়ে কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান, অপরাজেয় ৭১, কালেক্টরেট চত্বর, বড় মাঠ, ঠাকুরগাঁও রোডে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর নির্মিত ভিডিও/প্রামন্যচিত্র প্রদর্শনী হয়। সন্ধায় সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে বর্ণিল আতশবাজির মধ্য দিয়ে অনুষ্ঠানমালার সমাপ্তি ঘটে।
এমআইএইচ/একে
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.