ফায়সাল মাহমুদ, দুর্গাপুর:
১৭ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম দিবসে রাজশাহী বাগমারা উপজেলার তাহেরপুর রিক্রিয়েশান ক্লাব ও সমাজ কল্যান সংস্থার উদ্দোগে ৩৬ তম চক্ষু শিবিরের আয়োজন করা হয়।
১৭ই মার্চ বৃহস্পতিবার সকাল ১১টার সময় শুভ উদ্বোধন করেন তাহেরপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ আবুল কালাম আজাদ।
তাহেরপুর রিক্রিয়েশান ক্লাব ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে প্রতিবছর এই চক্ষু শিবিরের আয়োজন করা হয়।
ফ্যাকো তাহেরপুর চক্ষুসেবা সেন্টার এর মাধ্যমে তাহেরপুর রিক্রিয়েশন ক্লাব এর কার্যালয়ে আয়োজন করা হয়। এখানে চোখের চিকিৎসা ছাড়াও সানি অপারেশন করা হবে, ক্লাবের ৭৮ জন সদস্য এতে সহযোগিতায় করেন।
তাহেরপুর রিক্রিয়েশান ক্লাব ও সমাজ কল্যাণ সংস্থার সমাজ কল্যাণ সম্পাদক সোহেল রানার পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাহেরপুর রিক্রিয়েশান ক্লাবের সভাপতি মুহাঃ তোফাজ্জল হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,রাজশাহী ৪ আসনের সংসদ সদস্য ইঞ্জিঃ মোঃ এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাহেরপুর পৌর আওয়ামী লীগ সভাপতি আবু বাক্কর মৃধা মুনসুর, সাবেক মেয়র আবু নঈম মোঃ সামসুর রহমান মিন্টু।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,রিক্রিয়েশান ক্লাব ও সমাজ কল্যাণ সংস্থার সাবেক সভাপতি হাফিজুর রহমান,রিক্রিয়েশান ক্লাব ও সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মাহাবুর রহমান বুলু,জনতা ব্যাংকের সাবেক ম্যানেজার সাত্তার প্রাং,তাহেরপুর কলেজের সহকারী অধ্যাপক সত্যজিৎ রায় তোতা,বিশিষ্ট ব্যবসায়ী আইয়ুব আলী সরদার,মনিরুল ইসলাম, মোঃ জিয়াউর রহমান রুবন,শহিদুল ইসলাম শহিদ সহ ক্লাবের সকল সদস্যগণ।
এমআইএইচ/একে
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.