সাহিদুল ইসলাম, নীলফামারী প্রতিনিধিঃ
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে নীলফামারীর ডোমারে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ই মার্চ) সকাল ১০টায় ডোমার উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনমের নেতৃত্বে উপজেলা প্রশাসনের পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে দিবসের শুভসূচনা করা হয়। এরপর একে একে বিভিন্ন দপ্তর, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠন বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
পুষ্পমাল্য অর্পণ শেষে শিশু-কিশোরদের নিয়ে কেক কেটে উদযাপন করা হয় জাতির পিতার ১০২ তম জন্মদিন। এছাড়া জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে শিশু-কিশোরদের অংশগ্রহণে উপজেলা পরিষদ হলরুমে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
এছাড়া দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ‘মুক্তির উৎসব ও বাংলাদেশের সুবর্ণজয়ন্তী মেলা–২০২২’ প্রাঙ্গনে মিলিত হয়। এখানে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম।
ডোমার উপজেলা শাখা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক মো. আল-আমিন রহমান’র সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, ডোমার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জায়িদ ইমরুল মোজাক্কিন, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো. আব্দুল মালেক সরকার, সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল জব্বার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. নুরননবী, পৌর মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. ইলিয়াস হোসেন, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. হাফিজুল হক রবি, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব অধ্যাপক করিমুল ইসলাম, ডোমার নাট্য সমিতির সভাপতি মো. সহিদার রহমান মানিক, ডোমার প্রেসক্লাবের সভাপতি আসাদুজ্জামান চয়ন, ডোমার উপজেলা শাখা বাংলাদেশ প্রেসক্লাবের আহ্বায়ক জাবেদুল ইসলাম সানবীম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য, উপজেলা প্রশাসনের আয়োজনে ৭ দিন ব্যাপী ‘মুক্তির উৎসব ও বাংলাদেশের সুবর্ণজয়ন্তী মেলা–২০২২’ উপজেলা পরিষদ চত্বরে আজ থেকে আগামী ২৩শে মার্চ অব্ধি চলমান থাকবে। এতে বিভিন্ন দপ্তরের ৪০টিরও বেশি স্টল রয়েছে।
এমআইএইচ/একে
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.