স্টাফ রিপোর্টার:
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিন উপলক্ষে ঢাকা-১৫ আসন মুক্তিযোদ্ধা কল্যাণ সোসাইটি ২৫ পাউন্ড কেক কেটে জন্মদিন পালন করেছেন।
আজ বৃহস্পতিবার (১৭ মার্চ) দুপুরে রাজধানীর মিরপুরের মুক্তিযোদ্ধা কল্যাণ আবাসনস্থলে দোয়া মোনাজাত ও কেক কাটার মধ্য দিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আহমেদ উল্লাহ রতনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব শফিকুল বাহার মজুমদার। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, প্রধান উপদেষ্টা ঢাকা-১৫ আসন মুক্তিযোদ্ধা কল্যাণ সোসাইটির আলহাজ্ব ইসমাইল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা-১৫ আসন মুক্তিযোদ্ধা কল্যাণ সোসাইটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ বি সিদ্দিক মোল্লা।
আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি মহান মানুষ ও মহান নেতা ছিলেন। বঙ্গবন্ধুর নেতৃত্বে এইদেশ স্বাধীনতা লাভ করে। বঙ্গবন্ধুর ডাকে সারা দিয়ে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে আমরা অংশগ্রহণ করেছি। সেই মহান নেতার জন্মদিনে আমরা বীর মুক্তিযোদ্ধারা বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা তারই কন্যা জননেত্রী শেখ হাসিনার হাত ধরে এগিয়ে যাচ্ছে।
বঙ্গবন্ধুর অসামপ্ত আত্মজীবনী তরুণ প্রজন্মকে পড়ার অনুরোধ জানিয়ে বক্তারা বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ সম্পর্কে যদি জানতে হয় তাহলে সকল প্রজন্ম বঙ্গবন্ধুর আত্মজীবনী পড়তে হবে। ওই বইতে সকল সত্য ইতিহাস লেখা রয়েছে। বঙ্গবন্ধু ছিলেন একজন অবিসংবাদিত মহান নেতা। তিনি আজ বেঁচে থাকলে এই দেশ সোনার দেশেই পরিনত হতো।
এমআইএইচ/একে
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.