রাকিব, স্টাফ রিপোর্টার:
মহান স্বাধীনতার স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিন উপলক্ষে ভোলা জেলা আওয়ামী যুবলীগের অনুষ্ঠানে লাখ মানুষের ঢল নেমে এসেছে।
আজ বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকেলে ভোলা শহরের উকিলপাড়া শান্তনীড় বাসভবনের মাঠে ভোলা জেলা যুবলীগের সভাপতি পদে প্রার্থী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক মোসতাক আহমেদ শাহিনে সভাপতিত্বে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
জাতির পিতার ১০২ তম জন্মদিন ও জাতীয় শিশু কিশোর দিবসে ভোলায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধুর দৌহিত্র সিনিয়র অর্থনীতিবিদ ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য ড. আশিকুর রহমান শান্ত।
এসময় ড. আশিকুর রহমান শান্ত বলেন, মহানায়ক বাংলার বীর হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানেই বাংলাদেশ। ১৯৭১ সালে সাড়ে ৭ কোটি বাঙালি নিয়ে মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেন। ওই পাকিস্তানী হায়নাদের কাছ থেকে ছিনিয়ে আনেন স্বাধীনতা। তিনি জন্মগ্রহণ করেন গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায়। খোকা ছোটবেলা থেকেই হয়ে উঠে প্রতিবাদী, মানবতা দরদী, মানবপ্রেমী। বঙ্গবন্ধু আজ কোটি বাঙালির প্রাণের স্পন্দন। বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ এবং লাল সবুজের পতাকা। তারই সুযোগ্য কন্যা মানবতার মা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। এগিয়ে যাচ্ছে বাংলাদেশ দুর্বার গতিতে।
ড. শান্ত ভোলার উদ্দেশ্যে বলেন, জননেত্রী শেখ হাসিনার আওয়ামী লীগকে দাবায় রাখতে পারবে না। ব্যক্তিলীগ, আত্বীয় লীগ আর ভোলার মাটিতে চলবে না। ভোলা জেলা হবে আওয়ামী লীগের ঘাঁটি। এখানে বঙ্গবন্ধু ও তাঁর কন্যার আওয়ামী লীগকে শক্তিশালী করতে সকল নেতাকর্মীরা মিলেমিশে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
এমআইএইচ/একে
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.