খলিলুর রহমানম সাতক্ষীরা :
হারানো মোবাইল উদ্ধার করে সঠিক মালিকের কাছে ফেরত দিচ্ছে সাতক্ষীরা জেলা পুলিশ।এ উদ্যোগ দেখে ইতোমধ্যে বিভিন্ন জেলার পুলিশ এ কার্যক্রম শুরু করেছে।
আজ সকাল সাড়ে ১১টায় সাতক্ষীরা পুলিশ লাইলন্সে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক উদ্ধারকৃত ৫৫টি মোবাইল ফোন মালিকের কাছে হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে সাতক্ষীরার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, মানুষকে সতর্ক করতে জেলা পুলিশ এই উদ্যোগ নিয়েছে। আইন অনুযায়ী মোবাইল ফোন উদ্ধার করতে গেলে তার মালিককে মামলা করতে হবে। পুলিশ মোবাইল ফোন উদ্ধার করে সেটি আদালতে পাঠাবে। মালিক আদালত থেকে মোবাইল ফোনটি ফিরিয়ে নেবে। এই প্রক্রিয়ায় ফোন ফিরে পেতে অনেক সময় লাগে।
তিনি আরও জানান, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল মোবাইল ফোন উদ্ধারের পাশাপাশি বিকাশে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া টাকা উদ্ধার, ফেসবুকে প্রতারণাসহ সাইবার ক্রাইম নিয়ে কাজ করছে। জেলা পুলিশ সার্বক্ষণিক আন্তরিক হয়ে জনগণের সেবা দিয়ে যাচ্ছে। মোবাইল উদ্ধারের পর কাগজপত্র যাচাই-বাছাই করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়। মালিকরা হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফেরত পেয়ে খুশি। এতে জনগণের মাঝে পুলিশের প্রতি আস্থা দিন দিন বাড়ছে। অনুষ্ঠানে উদ্ধার হওয়া ৫৫টি মোবাইল ফোন ও ৫১ হাজার টাকা প্রকৃত মালিকের হাতে তুলে দেয়া হয়।
এ সময় সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার সজিব খান, অতিরিক্ত পুলিশ সুপার ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের প্রধান ইকবাল হোসেন, জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা মিজানুর রহমানসহ মোবাইল মালিকরা উপস্থিত ছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের প্রধান ইকবাল হোসেন জানান, গত এপ্রিল মাস থেকে তারা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের কার্যক্রম শুরু করে। ইতোমধ্যে পুলিশ বিভাগ থেকে তারা সাড়া পেয়েছেন। সাতক্ষীরার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, গত ১০ মাসে জেলায় মোট ১ হাজার ৫৫টি জিডির বিপরীতে ৩৭৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। যার অনুমানিক মূল্য ১ কোটি টাকা। অনেক মোবাইল ফোন উদ্ধার চলমান রয়েছে। এছাড়াও বিকাশের মাধ্যমে চলে যাওয়া ২ লাখ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।
এমআইএইচ/একে
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.