ঈদগাঁওর আধ্যাত্মিক সাধক মরহুম ডুলা ফকির(রঃ) এর মাজার এখন জেলার ঐতিহ্য মোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার। দেশের ঐতিহ্য ও স্মৃতি রক্ষায় কাজ করছে বাংলাদেশ সড়ক ও জনপথ অধিদপ্তর। এর ধারাবাহিকতায় আজ কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার থানাসংলগ্ন ইসলামাবাদ- ইসলামপুর সড়কে জেলার ঐতিহ্য নির্দেশক সাইনবোর্ড স্থাপন করা হয়েছে। সাইনবোর্ড এর নাম "ডুলা ফকির (রঃ) এর মাজার"। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ হেরিটেজ স্টাডি এন্ড ডেভলপমেন্ট ফাউন্ডেশন এ কর্মসূচির আয়োজন করেছে। এ উপলক্ষে বিকেলে নবগঠিত ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ফকিরা বাজারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ জাকির হোসেন। এতে অন্যদের মধ্যে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ হেরিটেজ স্টাডি অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, কক্সবাজার এর সভাপতি আ ন ম হেলাল উদ্দিন, ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হালিম, কক্সবাজার নাগরিক সোসাইটির সেক্রেটারি অধ্যাপক এ, এম আনোয়ারুল হক, কক্সবাজার সড়ক ও জনপথ অধিদপ্তরের উপ-বিভাগীয় প্রকৌশলী আজহারুল ইসলাম, ঈদগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ আলম ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুর সিদ্দিক। সভাপতিত্ব করেন ও সমাপনী বক্তব্য দেন খোদাই বাড়ি মমতাজুল ইসলাম ফরিদিয়া আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আলহাজ্ব মমতাজ আহমদ সওদাগর। অনুষ্ঠান সঞ্চালনা করেন জালালাবাদ ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের সদস্য রেহেনা আক্তার। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সমাজসেবক কামরুল এহেসান বাবু, এরশাদ হোসাইন, ঈদগাঁও বাজার ভুমি ও স্থাপনা মালিক সমিতির অর্থ সম্পাদক আবু ছালেহ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন নেতা জাফর আলম প্রমুখ। মঞ্চে উপবিষ্ট ছিলেন বদরখালী ডিগ্রী কলেজের প্রভাষক জাহেদুল হাসান, ইসলামপুরের মেম্বার শাহাব উদ্দিন, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের প্রতিনিধি রুস্তম আলীসহ অনেকে। আয়োজকদের মতে, এ সাইনবোর্ড স্থাপনের মাধ্যমে এতদ এলাকার আধ্যাত্মিক সাধক মরহুম হযরত মাওলানা নুরুল হক ডুলা ফকির রহমাতুল্লাহ এর মাজারকে জেলার ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। ভবিষ্যতে অত্র এলাকার অন্যতম দরবেশ মরহুম হযরত পেঠান ফকির রহমাতুল্লাহ আলাইহির মাজার সহ অন্যান্য ঐতিহ্য শনাক্তের মাধ্যমে জেলার ঐতিহ্য ও প্রাচীন স্থাপনা রক্ষার কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.