রাসেদুল ইসলাম রাসেল, সোনারগাঁ:
নারায়ণগঞ্জে জেলার সোনারগাঁ উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে স্বপ্নের হরিহরদী সেতুর শুভ উদ্বোধন হয় ১৭ই মার্চ ২০২২ ইং তারিখে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার সনমান্দি ইউনিয়নের প্রানকেন্দ্র হরিহরদী বাজার সংলগ্ন মাঠে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ -৩ (সোনারগাঁ) আসনের নির্বাচিত সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। এই সেতুটি নির্মান হওয়ায় সোনারগাঁয়ের ৩টি ইউনিয়নের প্রায় ৪০ টি গ্রামের কয়েক হাজার মানুষের দূর্ভোগ লাগব হয়েছে।সনমান্দি ইউনিয়নের হরিহরদী বাজারের পাশ হতে ব্রহ্মপুত্র নদীর উপর দিয়ে জামপুর ইউনিয়নের মুছারচর এলাকায় শেষ হয়েছে সেতুটি । সেতুটি নির্মানে মোট ব্যায় হয়েছে ৬ কোটি ৬৭ লক্ষ ৯৯ হাজার টাকা।সেতুটির দৈর্ঘ্য ৯৯ মিটার।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের(এলজিইডি) IRIDP-2 প্রকল্পের মাধ্যমে ব্রীজের কাজটি ২০১৮ সালের ৫ই মে ভিত্তি প্রস্তর করেন সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা ।
সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ এলাহির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্যে রাখেন এলাকার গুনীজন ও রাজনৈতিক ব্যাক্তিবর্গরা । এম পি লিয়াকত হোসেন খোকা তার বক্তব্যে বলেন,গত ৮ বছরে সোনারগাঁয়ে আমার হাত দিয়ে যে উন্নয়ন হয়েছে বিগত কোন এম পি র আমলে তা হয়নি ।আগামীতে আরো বেশি উন্নয়ন করব ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন এই হরিহরদী সেতু নির্মাণের ওয়াদা করেছিলেন অনেক মন্ত্রী ও এম পি ।ভোটের সময় এসে মিথ্যা ওয়াদায় আপনাদের কাছ থেকে ব্রিজ করে দেয়ার আশ্বাসে শুধু ভোট নিয়েছে । নির্বাচনে জয়ী হবার পর আপনারা হারিকেন দিয়েও খুজে পাননি। আমি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর এখানে এসে বাঁশের সাকো ভেঙে পড়ে গিয়েছিলাম সে দিনই আপনাদের কথা দিয়েছিলাম এই হরিহরদী সেতুটি যত দ্রুত সম্ভব আমি তৈরী করে দিবো। মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতায় আপনাদের দোয়ায় আমি এই সেতুটি তৈরী করে দিয়ে আমি আমার কথা রেখেছি।আজ এই সেতু উদ্বোধন করতে এসেছি।
উক্ত সেতু উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান এডভোকেট শামসুল ইসলাম ভুইয়া, সোনারগাঁ উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ডালিয়া লিয়াকত,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি,উপজেলা প্রকৌশলী আরজুরুল হক,যুব উন্নয়ন কর্মকর্তা ইয়াসিনুল হাবিব তালুকদার,মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম প্রধান,সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টি সভাপতি আলহাজ্ব আবদুর রউফ,সাধারণ সম্পাদক আবু নাইম ইকবাল, জাতীয় পার্টির প্রচার সম্পাদক মাসুদুর রহমান মাসুম ,উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য শামসুদ্দিন খান আবু,বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী আবুল হাসেম রতন,জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় নেতা জাবেদ রায়হান,আনিসুর রহমান বাবু,নারী নেত্রী জাহানারা রহমান,জাহেদা আক্তার মনি,বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল,সনমান্দি ইউনিয়ন পরিষদের জাহিদ হাসান জিন্নাহ,জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হুমায়ুন কবির ভূইয়া,জামপুর ইউনিয়ন জাতীয় পার্টি সভাপতি আশরাফুল ভূইয়া মাকসুদ,নোয়াগাও ইউনিয়নের জাতীয় চেয়ারম্যান ও ইউনিয়ন জাতীয় পার্টি সভাপতি দেওয়ান উদ্দিন চুন্নু ,সাদীপুর ইউনিয়ন জাতীয় পার্টি সভাপতি আবুল হাসেম, পিরোজপুর ইউনিয়ন জাতীয় পার্টি সভাপতি সিরাজুল ইসলাম ভুইয়া,বৈদ্যের বাজার ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোহাম্মদ আলী মেম্বার ,মনির হোসেন তোতা,বাছেদ মেম্বার,সনমান্দি ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আবুল হোসেন,সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মেম্বার, জামপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো.নাসির উদ্দিন প্রমূখ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.