রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার:
ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৮৫ ব্যাচের অ্যালামনাই এসোসিয়েশনের দিনব্যাপী মিলনমেলা আজ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করেছে উক্ত ব্যাচের শিক্ষার্থীরা। সকালে বেলুন উড়িয়ে মিলনমেলার উদ্বোধন করা হয়। পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে উদ্বোধনী বক্তব্য ও শুভেচ্ছা বক্তব্য দেয়া হয়। এতে পরলোকগত বন্ধুদের স্মরণ ও দোয়ার আয়োজন ছিল। এর আগে রিপোর্টিং, অভ্যর্থনা, রেজিস্ট্রেশন ও পরিচিতি পর্ব সারানো হয়। অন্য কর্মসূচিতে ছিল বক্তব্য, স্মৃতিচারণ, মতবিনিময়, ফটোসেশন ও আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা।
এতে অংশ নেন ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাত ও ঈদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম। অন্যদের মধ্যে ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক সলিম উল্লাহ ও ঈদগাঁও প্রেস ক্লাব সভাপতি মোঃ রেজাউল করিম।
৮৫ ব্যাচের শিক্ষার্থী আবু তালেব (আহবায়ক- ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগ) এতে স্বাগত বক্তব্য দেন ও সভাপতিত্ব করেন। ঈদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মেলন কক্ষে মিলনমেলার মূল অনুষ্ঠান চলেছে। দীর্ঘদিন পর সহপাঠীরা একে অপরকে পেয়ে উচ্ছ্বাসে মেতে উঠেন। না বলা অনেক কথা শেয়ার করেন পরস্পরের সাথে।
নিজেদেরকে আবারও হারিয়ে ফেলেন শৈশবের স্মৃতি বিজড়িত প্রিয় বিদ্যালয় ক্যাম্পাসে। জীবনের এ প্রান্তে এসে তারা পরস্পরের সাথে মিলিত হতে পেরে যারপরনাই আনন্দিত হন। ওই ব্যাচের উল্লেখযোগ্য সংখ্যক মহিলা শিক্ষার্থী ও এঅনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে পরিচিতি পর্ব উপস্থাপনটাই ছিল সবচেয়ে আকর্ষণীয়।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উক্ত ব্যাচের শিক্ষার্থী বদরুল আলম (ঈদগাঁও সালমা লাইব্রেরি), চন্দনাইশের আমানত ছফা- বদরুন্নেসা মহিলা কলেজের অধ্যাপক এ, এম, রমিজ আহমদ, ঈদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বদিউর রহমান সহ অনেকে।
ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম, হরি রঞ্জন দে, জয়সেন চক্রবর্তী (মদন), নুরুল হক, লিটন মল্লিক, বিজয় রুদ্র চৌধুরী, পিযুষ পাল, মোঃ নুরুল কবির, মাস্টার ফরিদুল আলম, গিয়াস উদ্দিন, মোঃ মনছুর আলম, মোঃ সোলাঈমান, আকতার কামাল, রুবি আক্তার, মিনুননাহার বেগম, জ্যোৎস্না মোস্তফা, সলিমা আক্তার, মোহাম্মদ আমান উল্লাহ, শিশির পাল, রফিক উদ্দীন, আব্দুর রহিম, ছৈয়দ আলম, জহিরুল ইসলাম, তাপস পাল, মনির আহমদ, মালেকা আক্তার, গিয়াস উদ্দিন, আনজুমন আরা, নজরুল ইসলাম, বিজয় ভূষণ রুদ্র, সাহাব উদ্দিন চৌধুরী, সুবীর পাল, মাহিনুল আজম, মোঃ আনোয়ার হোসাইন, শাহেদা আক্তার, আব্দুর রশিদ, সরওয়ার সোলতান, শওকত ওসমান টিপু, সালাহ উদ্দিন, সিরাজুল ইসলাম, মহি উদ্দিন, শেখ দেলোয়ার হোসেন, জাহাঙ্গীর আলম, পিটার পাল, ছব্বির আহামদ, এডভোকেট অশোক আচার্য, জামাল উদ্দিন, শফিউল আলম, মোজাম্মেল হক প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.