মাসুম বিল্লাহ, বগুড়া প্রতিনিধিঃ
মাননীয় শেখ হাসিনার এর নিজ উদ্যোগে দেশব্যাপী এক কোটি পরিবারের ভর্তুকির মূল্যে টিসিবির পণ্য বিক্রয় বিষয়ক প্রেস ব্রিফিংয়ের উপজেলা প্রশাসন আয়োজন করেছেন। বাংলাদেশ ট্রেডিং করপোরেশনের (টিসিবি) মাধ্যমে বিভিন্ন পণ্য বিক্রির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী বগুড়ার শেরপুর উপজেলায় ১৩ হাজার ৭’শ ৯৬ জন টিসিবির পণ্য সংগ্রহ করতে পারবেন। তবে এবার কার্ড ছাড়া কেউ টিসিবির কোনো পণ্য সংগ্রহ করতে পারবেন না।
শনিবার (১৯ মার্চ) বিকেল ৫টায় উপজেলা হলরুমে উপজেলা নির্বাহি অফিসার মো: ময়নুল ইসলাম প্রেস ব্রিফিং এ তথ্য সাংবাদিকদের নিশ্চিত করে জানান, আগামীকাল রোববার উপজেলার ১টি পৌরসভাসহ ১০টি ইউনিয়নের ২৬টি পয়েন্টে ২৬টি ট্রাকে টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রম শুরু করবে।
তিনি আরো জানান, প্রথম ও দ্বিতীয় পর্যায়ে প্রতি কার্ডধারী পাবেন ২ কেজি মশুর ডাল, তেল ২ লিটার, চিনি ২ কেজি করে একটি প্যাকেজের মূল্য নির্ধারন করা হয়েছে ৪৬০টাকা। উপজেলায় মোট কার্ডধারী সুবিধাভোগীর সংখ্যা ১৩ হাজার ৭৯৬ জন।
উক্ত প্রেস ব্রিফিং উপস্থিত ছিলেন, শেরপুর প্রেসক্লাবের সহ-সভাপতি সবুজ চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সদস্য আইয়ুব আলী, কার্য্যনির্বাহি সদস্য শাহ জামাল কামাল, শেরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক কুমার, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শরিফ, মডেল প্রেসক্লাবের সভাপতি সাকিল মাহমুদ, সাহিত্য সম্পাদক আব্দুল ওয়াদুদ। সাংবাদিক আবু জাহের, রঞ্জন কুমার, আবু বক্কর, মাসুম বিল্লাহ, সাখাওয়াত হোসেন জুম্মা, তোফাজ্জল হোসের, বাদশা, বাধন কুমার কৃষ্ণ, সৌরভ অধিকারী শুভ,, শুভ কুন্ডু, লিমন হোসেন, মিঠু প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.