সাজ উদ্দিন সাজু, সিলেট জেলা প্রতিনিধি:
সিলেটের জৈন্তাপুরে রমজান মাসকে সামনে রেখে জৈন্তাপুর উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে নিম্ন ও মধ্য জৈন্তাপুরে রমজানকে সামনে রেখে জৈন্তাপুর উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে নিম্ন ও মধ্য আয়ের মানুষের জন্য সরকারের ভুর্তুকি মুল্যে টিসিবি পণ্য আনুষ্ঠানিক ভাবে বিক্রি শুরু হয়েছে।
২০ মার্চ রবিবার সকাল ১১টায় নিজপাট ইউনিয়নের রাজবাড়ি ফুটবল মাঠে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ৷ এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-বশিরুল ইসলাম, নিজপাট ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ইয়াহিয়া, টিসিবি ডিলার মোক্তার হোসেন।
নিজপাট ইউনিয়নের দুটি স্থানে বিক্রয় হচ্ছে টিসিবি পণ্য তার মধ্যে রাজবাড়ি মাঠে সকালে ও বিকালে সারিঘাট উত্তরপার মসজিদ সংলগ্ন এলাকায় বিক্রয় হবে। স্থানীয় জনপ্রতিনিধিদের তালিকা অনুযায়ী নিজপাট ইউনিয়নে এক হাজার তিনশত একত্রিশটি পরিবার সরকারের নতুন কর্মসূচী টিসিবি ফ্যামিলি কার্ডের আওতায় পণ্য ক্রয়ের সুযোগ পাবেন।
এছাড়া টিসিবির পণ্য সমূহ নিজপাট ইউপি'র কার্ডধারী উপকারভোগীগণ ব্যতীত অন্য ইউনিয়নের কার্ডধারীরা পণ্য ক্রয়ের সুযোগ নেই বলে জানান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা। পর্যায়ক্রমে সকল ইউপিতে টিসিবির পণ্য সরবরাহ করা হবে৷
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.