মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও:
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ ২০২২ এর উদ্বোধন করা হয়েছে। ২০ মার্চ রবিবার সকাল ১১ টায় বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ি ইউনিয়নের বালিয়াডাঙ্গী ফুলতলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. এ এস এম আলমাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার যোবায়ের হোসেন। এ সময় বালিয়াডাঙ্গী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহমান,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক বৃন্দ ও প্রথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এ এস এম আলমাস সাংবাদিকদের কে জানান, জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ ২০শে মার্চ হতে ২৬ শে মার্চ ২০২২ পর্যন্ত চলবে। এ সময়ে ৫ হতে ১৬ বছর বয়সী প্রায় ৬০ হাজার ছেলে মেয়ে কে কৃমি নাশক ঔষধ খাওয়ানো হবে।