তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় আসন্ন পবিত্র রমজান উপলক্ষ্যে ৮৬১টি নিম্ন আয়ের পরিবার মানুষের হাতে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর।
রবিবার (২০মার্চ) সকালে উপজেলা সদর বাজারে টিসিবি'র ডিলার মেসার্স ডি এস এন্টারপ্রাইজ ও মেসার্স আখঞ্জি ট্রেডার্সে এ কার্যক্রম উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. হাসান উদ-দৌলা, উপজেলা আওয়ামীলীগ সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুস সোবান আখঞ্জি, উপজেলা আওয়ামীলীগ সিনিয়র সহ- সভাপতি অধ্যাপক আলী মর্তুজা, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম,উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ন বৈশাখ, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন,উপজেলা আওয়ামী লীগ সম্মানিত সদস্য রফিকুল ইসলাম, উপজেলা খাদ্য পরিদর্শক মফিজুর রহমান, পল্লী সঞ্চয়ী ব্যাংক উপজেলা ব্যবস্থাপক মনোলাল রায়, থানা এস আই সিদ্দিকুর রহমান, উপজেলা ভোক্তা অধিকার ও সংরক্ষণ কমিটির সাধারন সম্পাদক লুৎফুর রহমান লাকসাব, সদর ইউনিয়ন যুবলীগ সহ সভাপতি মইনুল হক, উপজেলা যুবলীগ নেতা আবুল কাশেম, টিসিবির ডিলার সামায়ুন কবির, নবী নেওয়াজ আখঞ্জী প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার মো রায়হান কবীর জানান,উপজেলায় দুটি ডিলারের মাধ্যমে টিসিবি'র প্রয়োজনীয় খাদ্যপণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে এখান থেকে নিম্ন আয়ের মানুষ প্রয়োজনীয় পন্য ক্রয় করে উপকৃত হবে। ইউএনও আরও বলেন, মহামারি করোনার সময়ে সুশৃঙ্খলভাবে সরকার যেভাবে মানুষের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিয়েছে, সেভাবেই নিম্ন আয়ের মানুষের মাঝে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম পরিচালনা হচ্ছে ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.