স্বপন কুমার রায়, খুলনা ব্যুরোপ্রধান :
পটুয়াখালীর কলাপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাতে সেজেছে ২২০টি নৌকা। শেষমুহূর্তে চলছে রঙ-বেরঙের নানা আল্পনার কারুকাজ।
পটুয়াখালীতে ২১ মার্চ দেশের সর্ববৃহৎ পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র সশরীরে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর আগমনের দিন নৌকাগুলো বিদ্যুৎকেন্দ্র উদ্বোধনস্থলের পাশে পায়রা নদীতে ভাসানো হবে বলে জানান সংশ্লিষ্টরা।
তারা বলেন, প্রধানমন্ত্রী কলাপাড়ায় আসছেন। তাই তাকে শুভেচ্ছা জানানোর জন্য নৌকাগুলো সাজাচ্ছি।
উপজেলার মহিপুরের আন্ধারমানিক নদীর মোহনায় এসব নৌকা সাজানোর কাজ চলছে বেশ কয়েকদিন ধরে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নৌকাগুলোতে নকশা করছেন। তাদের সহযোগিতা করছেন স্থানীয় জেলেরা। নৌকা ও সামুদ্রিক জীবনের সঙ্গে জেলে পল্লীর সম্পর্কের চিত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে তুলে ধরতেই এমন ভিন্নধর্মী উদ্যোগ বলে জানান আয়োজকরা।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.