আতিক হাসানঃ
সুশিল সমাজ গঠনে বেশী বেশী সাহিত্য চর্চা করতে হবে। এবারের অমর একুশে বই মেলায় চিকিৎসক জাহাঙ্গীর বিশ্বাসের লেখা দুটি বই প্রকাশিত হয়েছে। বই দুটির মোড়ক উন্মোচন ও সংবর্ধনাসভা অনুষ্ঠিত হয়েছে দর্শনা প্রেসক্লাবে। গতকাল রোববার বিকালে প্রেসক্লাবে অনুষ্ঠিত মোড়ক উন্মোচন ও সংবর্ধনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু বলেন, বই জ্ঞানের প্রতীক। জানতে হলে পড়তে হবে। যে যত বেশী বই পড়বে, সে তত বেশী জ্ঞান অর্জন করবে। অজানাকে জানতে বই পড়ার কোন বিকল্প নেই। সুশিল সমাজ গঠনে বেশী বেশী সাহিত্য চর্চা করতে হবে। সাহিত্যকে ছড়িয়ে দিতে হবে সকলের হৃদয়ে। একটি কথা মনে রাখতে হবে কলূষমুক্ত সমাজ গঠনে সাহিত্যের ভূমিকা অপরিসীহিম। দর্শনা প্রেসক্লাবের সভাপতি আওয়াল হোসেনের সভাপতিত্বে শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন হাফেজ নেছার উদ্দিন। পরে দর্শনা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির পক্ষ থেকে অতিথিদের ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়। দর্শনা সাহিত্য পরিষদের পক্ষ থেকে অমর একুশে বই মেলায় প্রকাশিত অনুসন্ধানি মূলক “ইতিহাসের খোঁজে তিন গোয়েন্দা” ও শিশুতোষ কাব্যগ্রন্থ “বাংলার মধূমাস”র লেখক চিকিৎসক জাহাঙ্গীর আলম বিশ্বাসকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। স্বাগত বক্তব্য দেন সংবর্ধিত লেখক জাহাঙ্গীর বিশ্বাস।
দর্শনা প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক হানিফ মন্ডলের উপস্থাপনায় উপস্থিত থেকে আরো আলোচনা করেন, কেরু,র চিনিকলের মহাব্যবস্থাপক (প্রশাসন) শেখ মোঃ শাহাবুদ্দীন, দর্শনা সিডিএলের পরিচালক ও কবি আবু সুফিয়ান, দর্শনা বাউল পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও দর্শনা সাংবাদিক সমিতির সভাপতি মনিরুজ্জামান ধীর", সাধারণ সম্পাদক হারুন রাজু, প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরামুল হক পিপুল,সাবেক সাধারণ সম্পাদক চঞ্চল মেহমুদ, আহসান হাবীব মামুন, দর্শনা সাহিত্য পরিষদের সভাপতি শাহাজামাল, সহ-সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, কবি ডাঃ খালেদা খানম, মুর্শিদ, শাপলা, রানা বিশ্বাস, মিঠু বিশ্বাস।
এছাড়াও উপস্থিত ছিলেন, সাংবাদিক রিফাত রহমান, আব্দুল হান্নান, ফরহাদ হোসেন, শ্রী সুকমল চন্দ্র বাঁধন, ইয়াসিন রহমান, প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.