ডেস্ক রিপোর্ট:
গতকাল (২০ মার্চ) রবিবার সকাল ১০.০০ ঘটিকায় হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়, পরানগঞ্জ, ভোলায় বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগ ২০২২ এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ সময় পরীক্ষা কেন্দ্রসমুহ সরেজমিনে পরিদর্শন করেন নিয়োগ বোর্ডের সভাপতি জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, ভোলা।
পুলিশ সুপার বলেন আমরা বিচক্ষণ ভাবে কাজ করার চেস্টা করেছি। আমরা ভোলায় শতভাগ স্বচ্ছতার ভিত্তিতে যোগ্যতম প্রার্থীকেই শুধুমাত্র নির্বাচিত করতে চাই। শুধুমাত্র যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ হবে, অন্য কোন যোগাযোগ কিংবা তদবিরের ভিত্তিতে নিয়োগ হবে না।
নিয়োগ বোর্ডের সভাপতি প্রার্থীদের কোন প্রকার আর্থিক লেনদেন এবং দালাল চক্রের সাথে যোগাযোগ থেকে বিরত থাকার জন্য অনুরোধ করেন। ভোলা জেলা পুলিশের সদস্যদের নিয়ে একটি স্বচ্ছ নিয়োগ উপহার দিতে ভোলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম, দৃঢ় অঙ্গিকার ব্যক্ত করেন।
এ সময় নিয়োগ বোর্ডের সদস্য সহ ভোলা জেলা পুলিশের সকল পর্যায়ের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.