খলিলুর রহমান, সাতক্ষীরা :
উপকূলে স্থায়ী ও টেঁকসই বেড়িবাঁধ নির্মাণ, সুপেয় পানির নিশ্চয়তা, দক্ষিণ- পশ্চিম উপকূলীয় অঞ্চলকে দূর্যোগ ঝূকিপূর্ণ এলাকা ঘোষণা ও আগামী জাতীয় বাজেটে উপকূলীয় এলাকার জন্য বিশেষ বরাদ্দের দাবি জানিয়ে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার (২১ মার্চ) সকালে সাতক্ষীরা জলবায়ু অধিপরামর্শ ফোরামের আয়োজনে ও লির্ডাস ও ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ডের সহযোগিতায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
জেলা নাগরিক কমিটির আহবায়ক অধ্যক্ষ আনিসুর রহিমের সভাপতিত্বে ও জেলা সাতক্ষীরা জেলা গণফোরামের আহবায়ক আমিনুর খান বাবলুর সঞ্চালনায় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সদস্য সচিব ও প্রেসক্লাবের সাবেক সভাপতি এ্যাড. আবুল কালাম আজাদ, সাতক্ষীরা নাগরিক আন্দোলন মঞ্চের সভাপতি এ্যাড. ফায়িমূল হক কিসলু, স্বদেশ এ নির্বাহী পরিচালক মাধব চদ্র দত্ত, সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব মো. মুশফিকুর রহমান মিলটন, জেলা মহিলা দলের সভাপতি ফরিদা আক্তার বিউটি প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, 'প্রাকৃতিক কারণে প্রতিনিয়ত উপকূলের কোনো না কোনো স্থানে বাঁধ ভাঙছে। আর এতে উপকূলের মানুষ সহায়-সম্বলহীন হয়ে পড়ছে। ষাটের দশকে তৈরি করা উপকূলীয় বেড়িবাঁধ কোনোভাবেই এই অঞ্চলকে সুরক্ষা দিতে পারবে না। তাই দ্রুত জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগকে বিবেচনায় রেখে নতুন পরিকল্পনায় বাঁধ নির্মাণ করা প্রয়োজন।
একই সাথে সবার জন্য সুপেয় খাবার পানি নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রকে নেয়ার আহবান জানান তারা।'
বক্তারা আরও বলেন, 'উপকূলীয় অঞ্চলের বেড়িবাঁধকে পুঁজিকরে বিভিন্ন ব্যক্তি, সরকারি কর্মকর্তাসহ জনপ্রতিনিধিদের ভাগ্য বদলে যাচ্ছে কিন্তু, এ অঞ্চলের বেড়িবাঁধ যেমন ছিলো তেমনি রয়েছে।
উপকূলের মানুষ সুন্দরভাবে বাঁচতে চাই। সে জন্য দরকার টেঁকসই বেড়িবাঁধ ও সুপেয় খাবার পানির নিশ্চয়তা। একারনে, আগামী জাতীয় বাজেটে উপকূল অঞ্চলের বিশেষ বরাদ্দের দাবী জানান তারা।' মানববন্ধন পরবর্তী জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.