আরিফুল ইসলাম,খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়িতে ব্যাপক হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের মধ্য দিয়ে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ'র) ডাকে আধাবেলা সড়ক অবরোধ শেষ হয়েছে।
সকালে এসব ঘটনায় আনোয়ার হোসেন ও আরমান হোসেন নামে দুজন আহত হয়েছে। ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে একাধিক গাড়িতে। মারধর করা হয়েছে যাত্রী ও চালককে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৮টার দিকে পিকেটাররা চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে বাইল্যাছড়ি নামক এলাকায় একটি সিএনজিতে অগ্নিসংযোগ করলে সিএনজি চালকসহ দুজন আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু ততক্ষণে পুরো সিএনজি পুড়ে ছাই হয়ে যায়।
একই সময়ে মাটিরাঙ্গা-তানাক্কা পাড়া সড়কে লাইফু কুমার কার্বারী পাড়ার ইসলামপুর এলাকায় একটি মোটর সাইকেলে অগ্নি সংযোগ করা হয়। ঘটনার পরপরই গুইমারা থানা পুলিশ ঘটনাস্থল থেকে ইউপিডিএফ কর্মীদের জ্বালিয়ে দেয়া সিএনজি ও সিএনজি চালক সহ যাত্রীদের উদ্ধার করে। এসময় বাংলাদেশ সেনাবাহিনী ও বিজিবি চট্টগ্রাম-খাগড়াছড়ি ও মাটিরাঙ্গা-তানাক্কাপাড়া প্রধান সড়কে টহল দিতে দেখা গেছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.