অজিত কুমার দাশ,ছাতক সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতক উপজেলায় ১২০০ পরিবারের মাঝে ইসলামিক রিলিফের এককালীন নগদ অর্থ ও স্বাস্থ্য উপকরণ সহায়তা বিতরণ করা হয়েছে। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইসলামিক রিলিফ বাংলাদেশ সুনামগঞ্জের ছাতক উপজেলায় চরমহল্লা ইউনিয়ন ও কালারুকা ইউনিয়নে এক্সসেস টু ফুড এন্ড ওয়াস ফেসিলিটিজ ফর দ্যা ফ্লাশ ফ্লাড এ্যাফক্টেড কমিউনিটিজ ইন সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট ২০২৪ নামক প্রকল্পটি বাস্তবায়ন করেছে। প্রকল্পটি পহেলা সেপ্টেম্বর ২০২৪ থেকে শুরু হয়ে ৩০ এপ্রিল ২০২৫ এ শেষ হয়েছে। প্রকল্পের আওতায় ইউনিয়ন দু”টিতে মোট ৬০ টি অতি দরিদ্র পরিবারকে উঁচু প্ল্যাটফর্ম যুক্ত ডিপসেট পাম ও ৬০ টি অতি দরিদ্র পরিবারকে স্বাস্থ্য সম্মত সেনেটারী ল্যাটিন ও ৬০০টি অসহায় পরিবারে প্রতি পরিবারকে ৬০০০ করে টাকা প্রদান করা হয়েছে। এছাড়াও সুবিধাভোগীদের স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ ও নলকূপ রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। ইউনিয়নে ওয়াটশন কমিটির সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কমিটি গঠন এবং তাদের দায়িত্ব ও কর্তব্য এর উপর ওরিয়েন্টেশন প্রদান করা হয়েছে। প্রকল্পের দায়িত্বে থাকা প্রকল্প কর্মকর্তা মোহাম্মদ তারেক রহমান বলেন ইসলামিক রিলিফ বাংলাদেশ অসহায় ও হতদরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে। উচু প্লাটফর্মযুক্ত ডিপসেট পাম্প, স্বাস্থ্যসম্মত উচু প্লাটফর্ম যুক্ত সেনেটারী ল্যাট্রিন, হতদরিদ্র পরিবারকে অর্থ সহায়তা প্রদান ও স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ প্রদান করায় ইউনিয়নের হতদরিদ্র মানুষের যেমন নিরাপদ পানির কষ্ট দূর হয়েছে,তেমনি পানিবাহিত রোগ ও বিভিন্ন স্বাস্থ্য ব্যাধি থেকে মুক্তি পাচ্ছে, সেই সাথে অর্থ সহায়তায় হতদরিদ্র মানুষের দৈনন্দিন চাহিদা পূরণে সক্ষম হয়েছে। ইসলামিক রিলিফ বাংলাদেশ সংস্থার সকল কর্মকর্তাকে এধরণের স্বচ্চতার কাজে সন্তোষ প্রকাশ করেন উপকারভোগী ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি”সদস্যবৃন্দ এবং ভবিষ্যতে এধরণের কাজ অব্যাহত থাকার জন্য ইসলামিক রিলিফ বাংলাদেশের নিকট আশা ব্যক্ত করেন।
প্রকাশক মোঃ রবিউল ইসলাম।
সম্পাদক : মোঃ নাইবুর রহমান [এলএল.বি (অনার্স), এলএল.এম
(ইউডা)] । বার্তা সম্পাদক : মোঃ জাকিরুল
ইসলাম [এম.এ(ইংলিশ), বি আই ইউ। বি.এড (টি টি সি)] অফিস :
২২, পশ্চিম- ধানমন্ডি, শংকর,
ঢাকা -১২০৯, বাংলাদেশ।
ইমেইল নিউজ :editor@alochitokantho.com.bd/ alochitokantho@gmail.com
ভিজিট ওয়েব সাইট : www.alochitokantho.com.bd