তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি:
স্বাধীনতার সুবর্নজয়ন্তী উদযাপন উপলক্ষে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে টি শাট,ক্যাপ ও মাস্ক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলাপরিষদ প্রাঙ্গনে এসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবির এর সভাপতিত্বে ও সহকারী প্রোগ্রাম অফিসার ইমরান হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার ভুমি মো. আলাউদ্দীন, উপজেলা সাবেক আওয়ামী লীগের সভাপতি আব্দুস সোবহান আখঞ্জি,উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম, রৌজ আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুস শাহীদ তালুকদার,তাহিরপুর থানার ওসি আবদুল লতিফ তরফদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কমকর্তা মিজানুর রহমান,উপজেলা প্রেসক্লাবে সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ,যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভূঁইয়া। তাহিরপুর উপজেলা সাবেক ছাত্রলীগ সভাপতি আহসানুজ্জামান শোভন, যুবলীগ নেতা আবুল কাশেম প্রমুখ।
জনাব রায়হান কবির বলেন ১৯৭১ সালে সকল কিছুর উর্দে উঠে বঙ্গবন্ধুর ডাকে সারা দিয়ে আপনারা যারা সেদিন দেশ মাতৃকার টানে যুদ্ধে জাপিযে পড়েছিলেন তাদের কে আমরা স্যালুট জানাই,আপনাদের জন্যই আমরা পেয়েছি একটি লাল সবুজের পতাকা একটি দেশ।আপনাদের যে কোন সমস্যা নিয়ে আমার কাছে আসবেন আমি আপনাদের যথাসাদ্য সহযোগিতা করার চেষ্টা করব।আমি স্বাধীনতার মাসে সকল শহীদের আত্বার মাগফিরাত কামনা করছি।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.