বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি :
বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ বলেছেন, তেলের দাম জনগণের ক্রয় ক্ষমতায় রাখতে সরকার ভর্তুকি দিয়েছে। ভর্তুকি দেয়ায় ১৬০ টাকা লিটারে তেল কিনে খাওয়া সম্ভব হচ্ছে। ভর্তুকি না দিলে তেলের দাম আরও বৃদ্ধি পেতো।
মঙ্গলবার (২২ মার্চ) বানিয়াচং উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির ৩ দিনব্যাপী প্রশিক্ষণের ২য় দিনে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে সুশাসন বিষয়ে প্রশিক্ষণ প্রদানকালে ইউএনও পদ্মাসন সিংহ এসব কথা বলেন।
উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির চেয়ারপার্সন ও বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি ইমদাদুল হোসেন খানের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় অন্যান্য বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ জাফর ইকবাল চৌধুরী, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ এনামুল হক, ওয়েভ ফাউন্ডেশনের সিলেট বিভাগীয় কর্মকর্তা শাহজাহান মিয়া ও ওয়েভ ফাউন্ডেশনের সহকারী বিভাগীয় কর্মকর্তা সাইফুর রহমান।
পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের আওতায় এডভোকেসি নেটওয়ার্ক সদস্যদের জন্য মানবাধিকার, গণতন্ত্র, সুশাসন, নারীর ক্ষমতায়ন ও এডভোকেসি বিষয়ক এ প্রশিক্ষণ উপজেলা কৃষি অফিস হলরুমে অনুষ্ঠিত হচ্ছে। প্রশিক্ষণে উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির ২৫ জন সদস্য অংশগ্রহণ করছেন।
ইউরোপীয় ইউনিয়ন ও ক্রিশ্চিয়ান এইড'র আর্থিক ও কারিগরি সহায়তায় সিলেট বিভাগের ২৯ টি উপজেলায় এই প্রকল্প বাস্তবায়ন করছে ওয়েভ ফাউন্ডেশন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.