নাটোর সংবাদদাতা :মো: বিপ্লব তালুকদার
অগ্নিকাণ্ডে নাটোরের নলডাঙ্গায় দুই কৃষকের বাড়ির ৫টি বসতঘর, ৪টি ছাগলসহ প্রায় দুই লাখ টাকার মালামাল পুড়ে ভষ্মিভুত হয়েছে।
মঙ্গলবার (২২ মার্চ) দিনগত রাত সাড়ে তিনটার দিকে পৌরসভার নওদাপাড়া মহল্লায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তরা হলেন, ওই মহল্লার সমসের আলীর ছেলে মকবুল হোসেন ও রতন হোসেনের ছেলে আলমঙ্গীর হোসেন।
নাটোর ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার মোঃ আকতার হামিদ এতথ্য নিশ্চিত করে জানান, গত রাত সাড়ে তিনটার দিকে কৃষক মকবুলের বাড়িতে বৈদ্যুতিক সক সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। পরে মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে প্রতিবেশী আলমঙ্গীর হোসেনের বাড়িতেও আগুন লেগে যায়।
এসময় দুইবাড়িতে থাকা টিভি, ফ্রিজ, আসবাবপত্র ও ৪ টি ছাগল সহ সকল কিছু পুড়ে ভষ্মিভুত হয়ে যায়। স্থানীয়রা আগুন নেভানোর চেস্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে তাদের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। তিনি বলেন, অগ্নিকান্ড দুই বাড়ির অন্তত দুই থেকে আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.